![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
বেকারত্বের নিঃশ্বাস গুণতে তো আর পারি না !
হতাশার বাতাস বুকে ভরতে আজ ফুফফুস ক্লান্ত,
মনের কোনে বুনা স্বপ্ন ক্যানভাস আজ ফ্যাঁকাসে
স্বপ্ন আমার পথভোলা বিভ্রান্ত পাখি______
মনচোরা আজ নিকষ কালো আঁধারে পলাতক
নিঃশব্দের শ্বাস অবহেলায় চমকিত,
বেকারত্বের অভিশাপে জীবন মর্মাহত,
চারপাশ আজ আমার কটূক্তিতে জর্জরিত______
মন পাগলা আয় ফিরে আয়----
বেকারত্বের এই খরার ক্ষণে,
ক্লান্ত আমি, ঘামে চোখ ঝাপ্সা
হাজার কণ্ঠে বেকারত্বের ঝামটা______
ঘরের কোনে একলা বসে সময় কাটছে একলা
খোলা জানালা, বিশাল আকাশ, তপ্ত দুপুর
গাছের ডালে ক্লান্ত পাখি, মাথা ঝিমঝিম করা ঝিঁঝিঁ পোকার
মাতাল করা ঝাঁঝালো হুংকার_____
আমি বসে ভাবি ক্লান্ত হবো, চাই কাজ,
এই বেকারত্বের অভিসম্পাত ঘুচাতে চাই আজ ।
©somewhere in net ltd.