![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
নবনিতা মনের সুখে গাহিয়া চলিতেছে,
'' ফিরিয়া আয় আমার সোনালী দিন গুলি,
ফিরিয়া আয় শুভ্রতায় ঘেরা সকাল, শিশিরে
ভেজা ঘাসের দল_______
ফিরিয়া আয় আমার ফেলা আসা ক্লান্ত দুপুর,
ফিরিয়া আয় আমার দীর্ঘশ্বাসে ঘেরা ঝরা পাতার সুর,
তোমাতে মিশিয়া মহাকালের পথে হাটিবো, নবীনের দলে
হাসিয়া খেলিয়া তোমাতেই হারাইবো ।
ফিরিয়া আয় আমার পড়ন্ত বিকেল, হাঁসের দলের জলখেলি,
ফিরিয়া আয় আমার সাঝের বাতি হয়ে নীল জ্যোৎস্না ,
গায়ে মাখি দিব না ফেরার দেশে পারি, সপ্নের মাঝে
বাঁচিব চাহি তোমার তরে ।
অবন্তু ফুঁপিয়ে কাঁদিয়া কহিল, '' ছাড়িব না,
না না ছাড়িব না, তোমাকে ছাড়া থাকিব না ,
মনের কোণে আপন করে রাখিব জ্বালি,
ও গো, করিয়া তোমায় সাঝের বাতি ।
©somewhere in net ltd.