![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
১। স্বর্ণ যাচাইয়ের জন্য প্রয়োজন কষ্টি পাথরের । এটা আমরা সকলেই জানি । কষ্টি পাথরে ঘষা দিলেই বুঝা যায় সেটা শুদ্ধ স্বর্ণ কিনা । কিন্তু ঝামায় ঘষা দিলে কখনোই বুঝার উপায় নেই স্বর্ণ আসল কি নকল । অতএব, আসল স্বর্ণ চেনার জন্য প্রয়োজন আসল কষ্টি পাথরের ।
২। কোন বিষয় দিয়ে অন্য কোন বিষয় যাচাইয়ের ক্ষেত্রে উভয় বিষয়েই জ্ঞান থাকা প্রয়োজন । শুধু মাত্র একটি মাত্র বিষয়ে জ্ঞান থাকলে কখনোই অপর বিষয়টিকে নিয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না । কেননা, আপনি যে বিষয়টি দিয়ে অপর বিষয়ের তথ্য গুলোকে বিচার করবেন । তা সঠিক হচ্ছে কি না তাও আপনার জ্ঞানের সীমায় থাকা দরকার ।
৩। মাছ ধরার সময় শুধু উৎকৃষ্ট সরঞ্জাম নিয়ে গেলেই চলবে না । সাথে ধৈর্য থাকা বাঞ্ছনীয় । এক্ষেত্রে নদীতে মাছ ও থাকতে হবে । তাহলে, উৎকৃষ্ট মাছ ধরার সরঞ্জাম, ধৈর্য ও একাগ্রচিত্ততাই পারে সফলতা এনে দিতে ।
আপনি যখন ইসলাম নিয়ে অন্য কারো সাথে বিতর্কে যাবেন । তখন অবশ্যই আপনার ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকা বাধ্য । যে ধর্ম নিয়ে বিতর্ক করবেন , ঠিক সেই ধর্ম সম্পর্কেও আপনার ধারনা থাকতে হবে । তবেই আপনি ইসলাম দিয়ে ঐ ধর্মের ভ্রান্ত ধারনা গুলিকে ভাঙ্গতে পারবেন ।
ধরেন কোন এক হিন্দু ভাই, আপনাকে প্রশ্ন করল, '' ইসলামকে কেন একমাত্র শান্তির ধর্ম বলা হয় ? '' এক্ষেত্রে আপনাকে এর উত্তর এক কথায় দেয়া চলবে না যে, '' এটা একমাত্র আল্লাহ্ প্রদত্ত ধর্ম ও শান্তির দ্যূত মোঃ ( সাঃ )-কে দিয়ে সে বাণী আল্লাহ্ আমাদের কাছে প্রেরণ করেছেন । '' আপনাকে বিস্তার আলোচনা করে বুঝিয়ে দিতে হবে ।
এক্ষেত্রে আপনি এই বিষয় গুলোর উপর জোর দিতে পারেন ।
*** ইসলাম শব্দের অর্থ কি ?
*** এই ধর্মের স্রষ্টা কে ? তিনি কিভাবে এই ধর্মকে দুনিয়াতে পাঠালেন ?
*** সংক্ষেপে মানব সৃষ্টির রহস্য আলোচনা করতে হবে ?
*** বাবা আদম ও মা হাওয়া কে ছিলেন ? তাদের সৃষ্টির উদ্দেশ্য কি ছিল ?
*** তাদের কেন দুনিয়াতে পাঠানো হল ?
*** ইবলিশ শয়তান কে ? তার উদ্দেশ্য কি ?
*** বাবা আদম ও মা হাওয়া-কে কেন দুনিয়াতে পাঠানো হল ? তাদের ভূল কি ছিল ?
*** বাবা আদম ও মা হাওয়া-এর যুগে দুনিয়া ও তার শাসন ব্যাবস্থা কেমন ছিল ?
*** সেই অন্ধকার যুগ গুলো থেকে মানব জাতিকে বাহির করার জন্য মহা নবী ( সাঃ ) পাঠানো হয়েছিল কেন ?
*** এই মোঃ ( সাঃ) কে ?
*** সে কিভাবে ইসলাম প্রচার করেছিলেন ?
*** তাকে কেন দুনিয়ার শ্রেষ্ঠ মানব বলা হয় ?
*** তার মূল উদ্দেশ্য কি ?
*** সে মানব জাতিকে ইসলামের পথে কেন আহ্বান জানিয়ে ছিলেন ?
*** ইসলামের জীবন ব্যাবস্থা কি ?
*** ইস্লামে নারীদের কেমন অধিকার দেওয়া হয়েছে ?
*** এক মুসলিমের সাথে অপর মুসলিমের সম্পর্ক কেমন ?
*** আমরা কেন নামাজ পড়ি ?
*** কবর কি ? কবরে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে ?
*** আখিরাত কি ? সেখানে কি করা হবে ?
*** বেহেশ্ত কি ? সেখানে কারা থাকবেন ? বেহেশ্তে থাকার সুবিধা সমূহ কি ?
*** জাহান্নাম কি ? জাহান্নাম বাসিন্দা কারা হবে ? সেখানে শাস্তির কি ব্যাবস্থা রাখা আছে ?
সর্বোপরি ইসলাম আসলে কী তা ঐ ব্যাক্তির কাছে সম্পূর্ণ রুপে তুলে ধরতে হবে । ধৈর্যের সাথে তার সকল প্রশ্নের উত্তর দিতে হবে । ইসলাম যে একমাত্র দ্বীন তথা শান্তির ধর্ম তাকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে । যখন আপনি কোন খাবারের রেসিপি লোভনীয় ভাবে শুনবেন । তখুনি আপনার সেই খাবার খাওয়ার বাসনা শত গুণ বেড়ে যাবে ।
পুনশ্চঃ সেদিন একটা পেজে ঢুকে ছিলাম । দেখলাম পেজের এডমিন হিন্দু ধর্মকে নিয়ে কিছু কটূক্তি করেছে । যথারীতি হিন্দুরাও ইসলাম সম্পর্কে আপত্তিজনক কথা বলেছে । বেশ খারাপ লাগলো । সে সব বোকামি দেখে । প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে । আপনি তাদের ধর্মকে গালি দিলে তারাও দিবে । এখানে তো অযৌক্তিক কিছু নেই । কেননা সবার কাছেই তার নিজ ধর্ম বড় । তাই কাউকে কিছু বুঝাতে হলে তা যৌক্তি দিয়ে বুঝান । শুধু শুধু একগাদা গালি-গালাজ করে করে কি লাভ ? আপনি হয়তুবা জানেন না ইংরেজিতে একটি কথাছে, '' Gently you can shake the world. ''
বিঃদ্রঃ দয়া করে কেউ আবার সেই পেজের লিংক চাইয়েন না । কেননা পেজের নামটি নিত্তান্তই অপ্রীতিকর । এটাও জিজ্ঞেস কইরেন না, আমি কেন সে পেজে গিয়েছিলাম । ভাইটিরে, খারাপ না জানলে ভালোর তীব্রতা কি করে বুঝব । এ জন্য অনেক সময় অনেক কিছু জানতে হয় যার কোন ব্যাখ্যা দেয়া যায় না । কিন্তু জীবন চলার পথে প্রয়োজন ।
©somewhere in net ltd.