নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালের অপর পীঠ

তব ঘৃণা বক্ষে চাপিনু, হাসিনু মুখে, জঞ্জাল তব চাপিনু পিঠে, চলিনু মহাকালে ।

দি ভয়েস

নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।

দি ভয়েস › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ও সে

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

- উদাসী মনের খেয়ালে, আজ বর ইচ্ছে করছে পুচকি বলে ডাকতে ।

হিমেল বাতাসের পরশে, তোমার চুলের ভিরু গন্ধ নিতে ।

-- সন্ধ্যে আজ আলো আঁধারের মায়ায়, যাচ্ছি আমি দূর সীমানায় ।

- চৈত্রের খরা বুকে, কেন বৃষ্টি হয়ে মুচকি হাসো তুমি ঐ দূর আকাশে ?

-- ক্লান্ত পথিক মরীচিকাতেই পথ হারায় ।

- নিত্য নতুন নামে বর ইচ্ছে করছে ডাকতে ।

-- ভালবাসা যে শুধু ভালবাসাতেই বেশি সুখি ।

- আজ স্বপ্নের মাঝে রাঙ্গাতে মন কেমন যেন করছে ?

-- সব স্বপ্ন সত্যি হয় কার ?

- পথের মাঝে হাটছি আমি, পথের ধূলোতেই লুটপুটি খাই ,

-- পথের মাঝেই তো আপন মানুসের দেখা মেলে ।

- না পাবার বাসনায় মন গুমরে গুমরে কাঁদছে ।

-- কষ্টের মাঝেই তো ভালবাসা নিহিত আছে ।

- কেন এমন রাত্রি নামছে জানলায় !

-- তুমি কি পুর্নিমা দেখতে পাও না ।

- গল্পের মাঝে ও কি পাবার বাসনাটা তবে মৃত !

-- অগ্নি দগ্ধ না হয়ে ভালবাসা কি করে পুর্নতা পাবে বল ?!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.