![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
নিশিকালো রাত আর পীচকালো রাস্তা,
একা রাত, বাঁকা চাঁদ,
নিঃসঙ্গ পাখি, একলা আমি,
নিকোটিনের ধোঁয়া, স্বপ্ন পুড়া জ্বালা,
কষ্ট নদী, শুকনো পাতার ধ্বনি,
না বলা কথা, কিছু না ছুঁয়া ব্যাথা,
অস্পর্শ তুমি, মরু পথের যাত্রী আমি ।
ভেজা ঠোঁটের হাসি, পাঁজর ভাঙ্গা বাঁশি,
মেঘ কন্যা তুমি, গ্রীষ্মের কূলে তপ্ত ধরণী আমি ,
সস্তা প্রেমের গান, ভুলে যাবার তান,
কবিতায় তুমি, ধুলো জমা দোয়াত আমি,
ছেঁড়া খাতার ভাজে সিক্ত ভালবাসা, অনুভূতির শূন্য আশা,
বেল্কুনি, হাতে অবুঝ কফির কাপ, পুরনো বাঁ পাঁজরে চাপ,
ভ্রমর কালো টিপ, শ্বাস আমার ধিপ্ ধিপ্. . . ।
২| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১
দি ভয়েস বলেছেন: ধন্যবাদ । অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন আশা করি ।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ রাত ৮:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর।
হ্যাপি ব্লগিং।