![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
- দেখ আমি জেগে উঠেছি ।
- আচ্ছা, তুমি কি কখনো ঘুমিয়ে ছিলে ?
- দেখ আজ আমার ফুসফুস কেমন বায়ু পূর্ণ ।
- মনে পড়ে কি শেষ কবে খোলা হাওয়ায় হেঁটে ছিলে ?
- দেখ আজ আমার কথা গুলো কেমন ছন্দময় হয়ে উঠছে ।
- যা বলছ তার কি কোন অর্থ আছে ? তা শুধুই প্রলাপ নয় কি ?
ভগ্ন দেয়ালের আবার ফাঙ্গাসের ভয় কিসের !
- জানো, আজ আমি চোখ খুলি । কিন্তু কিছু দেখতে পাই না ।
- হৃদি মাঝে অবশিষ্ট কিছু আশা রেখেছ কি দেখার মত ?
- জানো, অনেক কিছু আজ জানার ইচ্ছে হয় । কিন্তু কাছে টেনে শেখাবার আজ আর কেউ নেই ।
- পৃথিবীটা অনেক রঙ্গিন । চারিপাশে ছড়ানো ছিটানো অনেক রঙ্গের বাহার । কখনো কি গিয়েছ সে রঙ গুলো ছুয়ে দেখতে ?
অত্যাচারিত হৃদয়ের অনুভূতি গুলো মৃত হয়ে থাকে ।
- আজ খুব ইচ্ছে করে একবার ছাঁদে গিয়ে দুহাতে আকাশটাকে আলিঙ্গন করতে । কিন্তু জান ? সিরি গুলো না কেমন যেন পাহাড়ের মত উঁচু মনে হয়।
- যাক ! তাহলে ভুলেই গেলে, '' কষ্টের শেকড়টা যত তেঁতো তার ফলটা তত মিষ্টি '' ।
- আমার না আজকাল খুব ইচ্ছে হয় পরিবারের সবার সাথে চায়ের টেবিলে বসতে । কিন্তু দেখ, ওরা না আর আমার দরজাটা খুলেই না ।
- একসময় তো আমাকেই তুমি সবচেয়ে আপন করে নিয়েছিলে । তবে আজ এতো ন্যাকামো কিসের ?
ভাল লাগার মুহূর্ত গুলো যখন ফুরিয়ে যায় । তখন শূন্যতার হাত ধরে খারাপ লাগার মুহূর্ত গুলোর আগমন ঘটে ।
- হে আমার প্রিয় সঙ্গী আজ তোমার জয় হল । আজ আমায় গ্রাস করো তোমার সমস্তটাকে দিয়ে । পূর্ণ করো তোমার শত যুগের অতৃপ্ত বাসনাকে । তবে শেষ বিদায় লগ্নে ওদের বলে দিয়ো , '' তুমি যতটা আমায় গ্রাস করেছ তোমার কাছে টেনে । যদি তার অর্ধেকটাও ওরা আমায় কাছে টেনে নিত । আজ হয়তুবা আমি আবার ডানা মেলার সাহস পেতাম। আমার স্বপ্ন গুলো উড়ার জন্য ডানা মেলতে পাড়ত ।
- তবে আর দেরি কেন আসো হে আগুন্তুক । আসো আমার বুকের মাঝে । চল মানব সমাজকে
নতুন আরেকটি কলঙ্কের নামে ভূষিত করে দিয়ে যাই ।
প্রভাতে, পত্রিকার এক কোনে '' মাদকাসক্ত হয়ে মৃত্যু ঘটল আরেকটি ছেলের ।'' রাতে টক-শোর আরেকটি টপিকের যোগার হল ।
©somewhere in net ltd.