![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
তুমি কি দেখতে পাও না
আমার চোখের কষ্ট গুলো ?
এটাই আমি,
এটাই আমার জীবন ।
যদি তুমি আমায় নিবির বাঁধনে বাঁধতে পার,
তুমি আমার হৃদয়কে শুনতে পাবে,
এটা অনবরত কেঁদে চলছে,
এটা অনবরত তোমার নাম জপে চলছে
আমার প্রতিটা নিঃশ্বাসের পর
মনের সাথে চলছে এক ভীষণ যুদ্ধ
আমি মনঃকে জিজ্ঞেস করি,
কেন আমি জেগে উঠবো ?
আমি কি কখনো নিজেকে ক্ষমা করতে পারব ?
সত্যি করে বলতো আমায় কি কখনো ভুলতে পারবে ?
জানি পারবে না । তাই আমাকে ক্ষমা করাও কখনো সম্ভব হবে না
আজ আমি তোমাকে হাড়িয়ে নিঃস্ব
আজ আমি আমার জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছি
পালিয়ে বেড়াচ্ছি আমার কষ্ট গুলো থেকে
আজ আমার অশ্রু কনা গুলো নিরবে নিঃশব্দে ঝরে পড়ে
কিন্তু আজ আর আমার ফিছনে ফিরে যাওয়ার পথ খোলা নেই
সব শেষ...
আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল,
আমি যদি আবার তোমার কোলে মাথা রাখতে চাই !
তুমি কি নিষেধ করবে ?
তুমি আমায় দুহাতে না জরিয়ে দূরে ঠেলে দিবে ?
এটাই আমি,
আজ আমি এভাবেই বেঁচে আছি,
পরাজয়ের গ্লানি বুকে জড়িয়ে...
১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৩০
দি ভয়েস বলেছেন: ধন্যবাদ ।
কষ্টের অপর নামই তো সুখ ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্টের কথা ।
শুভ কামনা
লেখা সুন্দর হইচে