নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালের অপর পীঠ

তব ঘৃণা বক্ষে চাপিনু, হাসিনু মুখে, জঞ্জাল তব চাপিনু পিঠে, চলিনু মহাকালে ।

দি ভয়েস

নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।

দি ভয়েস › বিস্তারিত পোস্টঃ

বাঁশের চেয়ে কঞ্চি শক্ত

১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

আজ এক আত্মীয়ার বাড়িতে গিয়েছিলাম । তার বিয়ের সময় এসেছি । আর যাওয়া হয়ে উঠেনি । তো আজ দুপুরের দিকে ঐ বাড়িতে গিয়েই একখানা হুঁচট খেলাম আমার আত্মীয়াকে দেখে । তার বিয়ের প্রোগ্রামের সব কিছু আমি করেছিলাম । সে খুব চুইট ছিল ।



তো আজ ৫ বছর পর দেখি সে আরো চুইট হয়ে গিয়েছে । তবে সবচেয়ে মজার ব্যাপার হল, তার একখানা মেয়েও হয়েছে এবং মেয়েটিও অনেক চুইট হয়েছে ।



তো মাকে কাছে না পেয়ে মেয়েকে ধরলাম । ( ঐ মিয়া কিছু কউয়ার আগে হইনা লন । মেয়ের বয়স ৫ বছর । )



বললাম,



- বাবা, কেমন আছ ?

- ভাল । আপনি কে ?

- আমি তোমার মামা হই ।

- ওহ ! আচ্ছা ।

- এটা কেন বললা ?

- না মানে...।

- কি বল ? আমি কিছু মনে করব না ।

- আমি ভাবছিলাম ।

- বোকা মেয়ে আমি তোমার মামা হই । আমার কাছে লজ্জা কিসের ?

- আমি ভাবছিলাম তুমি আমার সাথে টাংকি মারতে চাইছ ।

- কেন ? এটা কেন মনে হল ?

- না । এমনিতেই ।

- আগে কি কেউ এমনটি করেছে ?

- হ্যাঁ । কত জনেই তো করে ।

- বল কি ?

- হুম...। ( ঠোঁট বাঁকিয়ে । )



বুঝলাম পিচ্চি অনেক চুইট দেখে সবাই মজা নেয় ।



এক সময় ।

- তোমার শ্বশুর বাড়িতে গেলে কি খেতে দিবা ?

- অনেক কিছু ।

- তাই ।

- হ্যাঁ । অনেক মিষ্টি আর চকলেট খেতে দিব ।

- বাহ ! বেশ ভাল তো ।

- হ্যাঁ । এখন বল, তুমি আমার বরকে কি দিবা ।

- কি দেব ? কি দেব ?

- বল-বল...।

- একটা চিপস দিব ।

- যাও । চিপস নিয়ে এসো ।

- কেন ?

- আমি খাব ।

- এখনই ।

- হ্যাঁ । নতুবা বর বাসায় আসলে ভাগ চাইবে ।



আমি এ কথা শুনেই কোলে তুলে হাসতে হাসতে দোকানে নিয়ে গেলাম । আর মনে মনে ভাবলাম । এই মেয়ে এখনই কথায় ফেলে একটা চিপস আদায় করে নিল । বড় হলে না জানি কি করে ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ সকাল ১১:১৬

সোহেল১৯৭৫ বলেছেন: এমুনি হয় । যে মেয়েদের "মা" দের সাথে একসময় টাংকি মারতাম , সেই মেয়েরা ও টাংকি মারার উপযুক্ত হয়ে গেছে ।

২০ শে মে, ২০১৪ সকাল ১১:৩৫

দি ভয়েস বলেছেন: ক্যামনে জানি এই যুগের মেয়ে গুলো খুব তারাতারি বড় হয়ে যায় ।
তবে ওল্ড ইজ গোল্ড ম্যান । :D


শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.