![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
আজ অন্ধকারাছন্ন আমার চারিপাশ
একটু একটু করে আমায় তার শীতল স্পর্শে গ্রাস করছে,
আমি সম্পূর্ণ একা নিরব স্তপধতায়
আজ আমার পাশে কেউ নেই আমায় আঁকড়ে ধরার মত
আজ আমার পৃথিবী মহা শূন্যের পথে আবর্তমান
আজ অবশিষ্ট যা কিছু তা শুধুই আমার কষ্ট
সূর্য কিরণ আজ আর আমার পথ আলোকিত করে না
মনের উঠুনে অঝরধারায় বর্ষণ হচ্ছে
অনবরত চোখের কোনে শব্দবিহীন অশ্রু কনিকা গড়িয়ে পড়ছে
আমার হৃদয় আজ বিরামহীনভাবে কেঁদে চলছে
আমার অশ্রু মুছার আজ আর কেউ নেই
আমার হৃদয় আজ মৃত্যু পথ যাত্রি...
.
©somewhere in net ltd.