![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
- কেমন আছ ?
- ভাল আছি ভাই ।
- তোমাকে যত দিন জিজ্ঞেস করলাম একই উত্তর দাও । কাহিনীটাকি ?
- ভাই আমি সব সময়ই ভাল থাকি ।
- এইটা একটা কথা হইল !
- ভাই বিশ্বাস করেন ।
- কিভাবে করি বলতো ?
- আমাকে দেখেন না সবসময় হাসি মুখে থাকতে ।
- দেখি তো , কিন্তু মানুষের মন কি করে সবসময় ভাল থাকতে পারে । এইটাই বুঝিনা ।
- ভাই সারাক্ষণ পেটের চিন্তায় মগ্ন থাকি । মন নিয়ে আদিখ্যেতা করার সময় কই ?
যাদের অঢেল টাকা পয়াসা আছে তাদেরই মন নিয়ে আদিখ্যেতা করা মানায় । আমি যদি তাদের মত মন খারাপের ভাব ধরে পার্কে বসে দামি সিগারেট ফুঁকি । তাইলে যে আমার বৃদ্ধ মা ও ছোট বোনটাকে অনাহারে থাকতে হবে ।
- হুম... তর কথা ঠিক আছে । কিন্তু শরীরটাকে যে মেশিনের মত খাটালে বেশীদিন কাজ করতে পারবিনা ।
- ঘড়ে একটা ছোট বোন আছে । ওরে বিয়া দিতে হইব । অনেক টাকার দরকার ।
কথা শেষ হতে না হতে , '' এই ঝালমুড়ি '' । দেন ভাই টাকা দেন । দেখি ঐ দিকে যাইয়া কিছু হয় নাকি !
ছেলেটা চলে গেল । কিন্তু মনের মধ্যে একটা কথা বারবার বাজতে থাকলো, '' মন খারাপের আদিক্ষেতাটা শুধুই কি বিত্তশালীদের ? ''
©somewhere in net ltd.