নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালের অপর পীঠ

তব ঘৃণা বক্ষে চাপিনু, হাসিনু মুখে, জঞ্জাল তব চাপিনু পিঠে, চলিনু মহাকালে ।

দি ভয়েস

নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।

দি ভয়েস › বিস্তারিত পোস্টঃ

চাপা কান্না

১৯ শে মে, ২০১৪ রাত ৮:১০



আমি চাঁপা স্বভাবের মানুষ গুলোর মধ্যে একজন

তাই হয়তবা আমার আভ্যন্তরীণ ভাবনা গুলো কখনোই প্রকাশ পায় না

আর তোমার সাথেও তার ব্যাতিক্রম হয়নি

বিশ্বাস করো আমি অনেকবার তোমায় বলতে চেয়েছি

কিন্তু আমার সব চেষ্টাই বৃথা হয়েছে ।



কিন্তু আমার মধ্যে একটা দুটানা কাজ করত

আমার সন্দেহ হত তুমি আমার অনুভূতি গুলো জান

কিন্তু তা আমার সামনে তুমি কখনোই প্রকাশ করো না

এ ভেবে অনেক কষ্ট ও হত

কিন্তু আমিও আমার কষ্ট তোমার সামনে প্রকাশ করব না



আমার মনে হয় আমিই তোমার গোপন প্রেয়সী

এটা ভেবে আমার ভীষণ ভাল লাগত

আমি জানিনা ঠিক তোমার কোন জিনিসটা আমার ভাল লাগে

কিন্তু তুমি আমার হৃদি মাঝে নিশীদিন বিরাজমান



তুমি যেমনটা চাও হয়তবা আমি তেমনটা না

তেমনটা কখনো হতে পারবও কি না জানিনা

কিন্তু যখন তুমি আমার কাছাকাছি থাকো

আমি আমার দুনিয়া ভুলে যাই



জানি ভালবাসার কথাটা হয়তবা কখনোই বলা হয়ে উঠবে না

তাই বলে ভেবনা আমার ভালবাসাটা নিছক খেলা ।

আমি বোকাদের দলে থেকেই তোমায় সারাজীবন ভালবেসে যাব...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:১৯

পংবাড়ী বলেছেন: ব্লগের সবাইকে কি ভালোবাসেন?

১৯ শে মে, ২০১৪ রাত ৮:৩১

দি ভয়েস বলেছেন: অবশ্যই হ্যাঁ । কিন্তু কেন বলুন তো ? :/


পোস্ট পড়ার জন্য ধন্যবাদ ।
শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.