![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
সংসদ ভবনের খানিক অংশ সংস্কারের জন্য কন্ত্রাক্টারদের ডাকা হল ।
১। চীনের কন্ট্রাক্টার একটি মাপার ফিতা বের করল এবং মাপা-মাপির পর বলল, আমাকে ১লাখ দিতে হবে । ৪০ হাজার দিতে হবে জিনিস-পত্রের খরচ । ৪০ হাজার দিতে হবে শ্রমিক খরচ আর ২০ হাজার আমার লাভ ।
২। ভারতের কন্ট্রাক্টার একটি মাপার ফিতা বের করল এবং মাপা-মাপির পর একটা কাগজে কিছু আঁকিবুঁকি করার পর বলল, আমাকে ৮০ হাজার দিলেই আমি কাজটি করে দিতে পারব । ৪০ হাজার দিতে হবে জিনিস-পত্রের খরচ । ৩০ হাজার দিতে হবে শ্রমিক খরচ আর ১০ হাজার আমার লাভ ।
৩। বাংলাদেশের কন্ট্রাক্টার বলল, ২.৮০ লাখ দিতে হবে ।
সরকারি কর্মকর্তা বলল, আপনি মাপ-ঝোক করলেন না, আঁকিবুঁকিও করলেন না । আপনি এতো টাকা কিভাবে চাইলেন ?
বাংলাদেশের কন্ট্রাক্টার বললেন, দেখুন স্যার, এখান থেকে ১ লাখ আপনার আর ১ লাখ আমার । বাকি ৮০ হাজার কাজের খরচ ।
সরকারি কর্মকর্তা বললেন, ঠিক আছে কন্ত্রাক্ট আপনার ।
'' ভাইরে আশেপাশে যা হচ্ছে, সব সিস্টেমে হচ্ছে । কিচ্ছু করার নাই । ''
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
দি ভয়েস বলেছেন: সরষের মদ্ধেই যখন ভূত থাকে, তবে আর সরষে পেটানোর গুঁড়িটির কি দোষ ।
যথার্থ বলেছেন । ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
হেডস্যার বলেছেন:
কথা সত্য...
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
দি ভয়েস বলেছেন: ধন্যবাদ স্যার ।
৩| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
মদন বলেছেন:
৪| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ এমনেই চলতাছে।
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
দি ভয়েস বলেছেন: ক্ষক যখন ভক্ষক, তখন অসহায় হওয়া ছাড়া আর কোন পথ খোলা থাকে না ।
ধন্যবাদ কা_ভা ভাই আপনার উপস্থিতির জন্য ।
শুভ কামনা রইলো ।
৫| ২০ শে মে, ২০১৪ রাত ৮:২২
লিমন আজাদ বলেছেন: শিক্ষণীয় কৌতুক। কাজে লাগাতে হবে !
২০ শে মে, ২০১৪ রাত ৮:৩১
দি ভয়েস বলেছেন: ধন্যবাদ লিমন ভাই ।
৬| ২০ শে মে, ২০১৪ রাত ৮:৫৯
জনাব মাহাবুব বলেছেন: কঠিন সত্য কত সহজভাবে বলে দিতে পারলেন।
এইরকম সত্য আরো সহজভাবে জানতে চাই।
২০ শে মে, ২০১৪ রাত ৯:১১
দি ভয়েস বলেছেন: দোয়া করবেন ও পাশে থাকবেন আশা করছি ।
শুভ কামনা রইলো ।
৭| ২০ শে মে, ২০১৪ রাত ৯:৩৯
দি সুফি বলেছেন: কথা সত্য, অনেকের কাছে তথ্য আছে
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
ঢাকাবাসী বলেছেন: আসলে বংগ সন্তান ঐ ৮০০০০ ও খরচ করবেনা, সে ১.৮০ লাখ দিবে নেতা মন্ত্রীকে আর ১ লাখ নিজের। বলাবে সংস্কার হয়ে গেছে, ইন্জিনিয়ার আমলা সবাই বলবে চমৎকার কাজ হয়েছে!। মায় .. মন্ত্রী উদ্বোধনও করবেন।