নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালের অপর পীঠ

তব ঘৃণা বক্ষে চাপিনু, হাসিনু মুখে, জঞ্জাল তব চাপিনু পিঠে, চলিনু মহাকালে ।

দি ভয়েস

নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।

দি ভয়েস › বিস্তারিত পোস্টঃ

জরিনা যখন জেরিন

২৮ শে মে, ২০১৪ রাত ৮:২৩

শহরে আসিয়া জরিনা , জেরিনও হইল,

ফিল্মি জগতের স্বপনে সে বিভোর থাকিল,

জরিনার স্বপ্ন রঙ্গিন বাতিতে পাখা মেলিল,

জরিনা নাইকা হবার জন্য অডিশন দিতে লাগিল,

বড় স্যারেরা তার পানে বাঁকা নজর দিতে লাগিল,

জরিনা শরমের কথা তাহার তালত ভাইকে বলিল,

'' আরে নাইকা হবার লাগি এসব লাগে , সে উত্তর করিল,



দেখিতে দেখিতে জরিনা, জেরিনে রুপ নিতে থাকিল,

চারিদিকে জরিনার নাম হইতে লাগিল,

বাসার বাইরে জেরিনের ভক্তের লাইন পরিতে লাগিল,

জেরিন ভাব নিয়া কলমের খুঁচা মারিতে লাগিল,

জেরিনের মাথায় তালত ভাই ছাতা ধরিতে লাগিল,

জেরিঙ্কে ভাঙ্গিয়া সে টাকা কামাইতে থাকিল,



সারাদিনের খাটুনির পর জেরিন বাসায় আসিল,

ক্লান্ত শরিরে সে বিছানায় লুটাইল,

মনের মাঝে তার গ্রামের ছবি ভাসিয়া উঠিল,

খোলা মাঠ, খোলা পথ, কাশেম চাচার পেয়ারা চুরি,

সব কিছু মনে পরিয়া তার চোখ জলে ভাসিল ,



জরিনা এখন জেরিনের মাঝে নিজেকে খুজিতে লাগিল,

ভূল বুঝিতে পারিয়া সে প্রানখনা অকালে খুয়াইল ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন:

আহা বেশ বেশ বেশ
অল্পতেই জরিনা জেরিন কাহিনী হইল শেষ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.