![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
'' বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার
গান। বন্ধু আইসোরে... কোলেতে বসতে দেবো,
মুখে দেবো পান। বৃষ্টি পড়ে— টাপুর টুপুর নদে
এলো বান। ''
হুম...। ঠিক ধরেছেন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে । আর এই বৃষ্টির দিনের মন ছুঁয়ে যাওয়া একটি গানের লিস্ট দিলাম । মনে হয় না এই ট্র্যাক লিস্ট ছাড়ার পর বৃষ্টিতে ভিজতে আপনার মন চাইবে না । সত্যি গান গুলো শুনলেই মনে হয় দিগন্ত চুম্বী কোন পিচ ঢালা খোলা পথে হাঁটতে হাঁটতে বৃষ্টির প্রতিটি ফোটা হৃদয়ের গহিন পর্যন্ত অনুভব করি ।
১) বর্ষার প্রথম দিনে (সাবিনা ইয়াসমিন)
২) বাদল-দিনের প্রথম কদম ফুল (রবীন্দ্রসংগীত)
৩) চলো বৃষ্টিতে ভিজি (হাবিব, কথাঃ হুমায়ূন আহমেদ)
৪) বর্ষা (শিরোনামহীন)
৫) ভালবাসা মেঘ (শিরোনামহীন)
৬) শাওন গগনে ঘোর ঘনঘটা (শিরোনামহীন-রবীন্দ্রনাথ)
৭) শ্রাবনের মেঘগুলি (ডিফারেন্ট টাচ)
৮) এই বৃষ্টি ভেজা রাতে (আর্টসেল)
৯) রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে (পার্থ)
১০) বৃষ্টি দেখে অনেক কেঁদেছি (পার্থ)
১১) এপিটাফ (অর্থহীন)
১২) বৃষ্টি নেমেছে (ওয়ারফেজ)
১৩) বসে আছি (ওয়ারফেজ)
১৪) বৃষ্টি পড়ে (বাপ্পা মজুমদার)
১৫) বৃষ্টি শুরু (বাপ্পা মজুমদার, বনি আহমেদ)
১৬) অঝোর ধারায় (বাপ্পা মজুমদার)
১৭) বৃষ্টি (তপু)
১৮) বৃষ্টি রাতে (অর্নব)
১৯) বৃষ্টি (রাগা)
২০) বর্ষা (কণা)
২১) এখনি নামবে বৃষ্টি (হাবিব)
২২) ভেজা সন্ধ্যা... অঝোর বৃষ্টি... (বালাম)
২৩) বৃষ্টি উদাস (ন্যান্সি)
২৪) আজি ঝর ঝর মুখর বাদর দিনে (রবীন্দ্রসংগীত)
২৫) এমন দিনে তারে বলা যায় (রবীন্দ্রসংগীত)
২৬) পাগলা হাওয়ার বাদল-দিনে (রবীন্দ্রসংগীত)
২৭) এই বৃষ্টি ভেজা রাতে (রুনা লায়লা)
২৮) বৃষ্টি পড়ে টাপুর টুপুর (সেলিম চৌধুরী)
২৯) আজ এই বৃষ্টির কান্না দেখে (নিয়াজ মোহাম্মদ চৌধুরী)
৩০) বৃষ্টি ঝরে যায় (তাওসিফ)
৩১) আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি (সুবীর নন্দী)
৩২) ঝুম ঝুম ঝুম বৃষ্টি (কুমার বিশ্বজিৎ ও কণা)
৩৩) আজ এই আকাশ (অদিত)
৩৪) এক বরষার বৃষ্টিতে ভিজে (নীলুফার ইয়াসমিন)
৩৫) বৃষ্টি পড়ে (আসিফ আকবর)
৩৬) এমনি বরষা ছিল সেদিন (ফিরোজা বেগম)
৩৭) মেঘ থমথম করে (ভূপেন হাজারিকা)
৩৮) আষাঢ় শ্রাবণ মানে না (লতা মুঙ্গেশকর)
৩৯) বৃষ্টি বৃষ্টি বৃষ্টি (লতা মুঙ্গেশকর)
৪০) বৃষ্টি তোমাকে দিলাম (শ্রীকান্ত আচার্য)
৪১) তোমার কাছে বৃষ্টি দিন (শ্রীকান্ত আচার্য)
৪২) এই মেঘলা দিনে একলা (হেমন্ত মুখোপাধ্যায়)
৪৩) টাপুর টুপুর বৃষ্টি (হেমন্ত মুখোপাধ্যায়)
৪৪) একদিন বৃষ্টিতে বিকেলে (অঞ্জন দত্ত)
৪৫) আমি বৃষ্টি দেখেছি (অঞ্জন দত্ত)
৪৬) বুষ্টি পড়ে রে (মৌসুমি ভৌমিক)
৪৭) ভাবি কখন বৃষ্টি নামবে (মৌসুমি ভৌমিক)
৪৮) আকাশ এত মেঘলা (সতীনাথ মুখোপাধ্যায়)
৪৯) এলো বরষা যে সহসা মনে (সতীনাথ মুখোপাধ্যায়)
৫০) ওগো বৃষ্টি আমার (হৈমন্তী শুক্লা)
৫১) শাওন রাতে যদি (মান্না দে)
৫২) শ্রাবণ ঘনায় (নচিকেতা)
৫৩) বৃষ্টি পায়ে পায়ে (শুভমিতা)
৫৪) শহরে বৃষ্টি (কবির সুমন)
আরো কিছু বৃষ্টির গান যুক্ত করতে চেয়েছিলাম । কিন্তু বৃষ্টিতে ভেজার লোভটা সাম্লাতে পারলাম না । পরের পোস্টে দেবার চেষ্টা করব ।
ভাল থাকুন সকলে । শুভ কামনা রইল সকল সৃষ্টির প্রতি । জগতের সকল প্রাণী সুখি হোক ।
[ এই গান গুলোর মত আরো অনেক গানের লিস্ট হয়তুবা নেটে পাওয়া যাবে । খুজে দেখতে পারেন । ইউটিউব ও এক্ষেত্রে ভাল কাজে দিতে পারে । ]
©somewhere in net ltd.