![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
আমি জানিনা আপনি সরকার দলের নাকি বিরোধীদলের ! শুধু এটুকু বলতে পারি, আপনি মানুষ নন । আপনি জানোয়ার বা তার চাইতেও অধম । এক্ষেত্রে পাগলা কুকুর উপাধিটুকু আপনার সাথে যায় । কেননা মানুষ হয়ে মানুষ পোড়ানো কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় ।
কী লাভ পান আপনারা এই নিরীহ মানুষ গুলোকে পুড়িয়ে ? স্ত্রীর সোহাগ, সন্তাঙ্কে এতীম , মায়ের বুক খালি , ভাইয়ের কাঁধে হাত রাখা ভাই, মেয়ের মাথায় হাত রাখা পিতা বা নতুন বিয়ে হওয়া বউয়ের স্বপ্ন পুড়িয়ে । একবার ভাবুন তো, যে সংসারের একমাত্র উপার্যক আপনাদের দেয়া আগুনে পুড়ছে শুধু কি সেই পুড়ছে ! না, শুধু সে নয় । পুড়ছে তার স্ত্রীর নিরাপত্তা, পুড়ছে তার ছেলের ভবিষ্যৎ অথবা বন্ধ হয়ে যাচ্ছে তার মেয়ের লেখাপড়া ।
"জনৈক মাতব্বর এক জনৈক হারামজাদার বিচারের রায়ে জনৈক অমুকের ছাগল দিয়ে গাছের চারা খাওয়ানোর অভিযোগে এক হাজার টাকা জরিমানা ধার্য করিয়া বিচারের রায় প্রদান করিলেন । কিন্তু তাহা জনৈক হারামজাদার পছন্দ হইলো না । সে প্রত্যহ মাতব্বরের বাড়ির সামনে দিয়া যে পথ চলিয়া গিয়াছে, তাতে হাগু করিয়া পলায়ন করিতে থাকিল । এমনবস্থায় জৈনিক মাতব্বর পাশের বাড়ির রাস্তা ধরিয়া চলাচল করিতে শুরু করিল । ফলে তাহার কোন সমস্যাই হইল না । কিন্তু সাধারন পাব্লিক হাগুর গন্ধে পথ চলা দায় হইয়া পড়িল ।"
উপরোক্ত ঘটনাটিতে জনৈক হারামজাদার সামনা সামনি মাতব্বরকে কিছু বলার সাহস নাই । কিন্তু প্রতিশোধ তো নিতেই হপে । তাই একের প্রতি প্রতিশোধ নিতে গিয়ে দশের পথ চলায় বাশ দিল । কিন্তু ঐ যে জনগণ ! যার যার পক্ষে সে রায় দিয়েছিল, তারা জনৈক মাতব্বরকে পক্ষে করে জনৈক অমুককে প্রতিদিন গালিগালাজ করতে লাগলো । আর জনৈক হারামজাদার পক্ষের গুলি বাহ্বা দিতে লাগলো । কিন্তু যারা ঐ বিচারের পক্ষে বা বিক্ষে ছিলো না, তাদেরও পথ চলায় ভোগান্তির শিকার হতে হল ।
কি ভাবেন নিজদের ? জিহাদী ? আরে থামেন মিয়া ! কিসের জিহাদী ? জিহাদের মানে বোঝেন ? মানুষ পোড়ানো কোন ধরনের জিহাদ । কোন সূরায় বা কোন হাদিসে আছে মানুষ পুড়িয়ে জিহাদ করার কথা । পারলে রেফারেন্স তুলে ধরুন কমেন্ট বক্সে । দুনিয়াবি সব চেয়ে বড় আন্দোলন হচ্ছে, ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করা । কই আমাদের মহান নবী তো মানুষ পুড়িয়ে ইসলাম প্রচার করেন নি । তবে আমরা কেন এই ঠুনকো রাজনীতির জন্য মানুষ পুড়াচ্ছি ।
আজ আমি কাউকে পুড়াবো, কাল কেউ আমাকে পুড়াবে । এভাবে আর কতদিন চলবে ? তাই চলুন এই দলকানা মনোভাব ছেড়ে মানবতার সেবায় কিছু কাজ করি । জয় হোক মানবতার ।
- ফি-আমানিল্লাহ্ ।
বিঃদ্রঃ দলকানারা ১০০ হাত দূরে থাকুন ।
©somewhere in net ltd.