নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালের অপর পীঠ

তব ঘৃণা বক্ষে চাপিনু, হাসিনু মুখে, জঞ্জাল তব চাপিনু পিঠে, চলিনু মহাকালে ।

দি ভয়েস

নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।

দি ভয়েস › বিস্তারিত পোস্টঃ

বিকাশের লুট !!!

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪

নিঃসন্দেহে বিকাশ টাকা পাঠানোর একটি সহজ ও সময় বাঁচানোর একটি অন্যতম মাধ্যম । কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এটা কতোটা ব্যায়বহুল ???

বিকাশে শতকরা ১.৮৫ % হারে প্রতি ১০০০০০ লক্ষ টাকায় চার্জ দিতে হয় ১,৮৫০ টাকা । যা বাংলাদেশের মতো একটি দরিদ্র সীমার নীচে বাস করা জনসাধারণের কাছে অত্যন্ত এক্সপেন্সিভ মাধ্যম । খুউব ছোট্ট করে বলতে গেলে কোনো কোটি পতি কিন্তু এই বিকাশে লেনদেন করেন না । লেনদেন করেন হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষ গুলো । যাদের হয়তো পড়ালেখার গণ্ডিটা খুব ছোট । যারা হতুবা ঐ দামী থাই গ্লাসে মোড়া ব্যাংক গুলোতে যাবার সামর্থ রাখে না । তাই তারা প্রত্যন্ত এলাকায় যেখানে হয়তুবা এই ব্যাংক গুলো এখনো পৌঁছোয় নি । তারা ব্যাবহার করেন এই 'বিকাশ' ।

এই সমপরিমাণ টাকা ব্যাংকে রাখলে মাসে তারা মাত্র ৮০০ থেকে ৯০০ টাকা সুদ দেয় । আর এখানে বিকাশে ১,৮৫০ টাকা শুধু ট্র্যান্সফার করতেই চার্জ কাটে । তাই এই হতদরিদ্র জনসাধারণের কথা মাথায় রেখে বিকাশ কর্তিপক্ষের উচিৎ ট্রান্সফার চার্জ কমানো ।

এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।

মন্তব্য ০ টি রেটিং +৬/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.