![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
পরিবারটা আমাদের, সমাজটা আমাদের, দেশটাও আমাদের- পরিবর্তনটাও তো আমাদেরই আনতে হবে ।
বলছি আমাদের ফ্লাইওভার তথা শহরের সব বড় বড় ব্রিজ গুলোর কথা । একটা আজিব বিষয় আপনি হরহামেশাই লক্ষ করে থাকবেন যে কিছু লোক রেলিং এর পাশে হিসু করে চলছে । আমার কাছে বিষয়টা ব্যাপক হারে বিশ্রী লাগে । শ্লাদের লজ্জা শরম তো নাই-ই আবার ফরমাল ড্রেসও পরে অনেকে । এই লোক গুলোর ভিতরেও যেমন নোংরা বাহিরটাও তেমন নোংরা করতে এরা এই হীনমনতা নিয়ে সদা প্রস্তুত ।
তাদের চাইতেও বড় ছেচ্রা হচ্ছি আমরা । কেনোনা, শহরটা আমাদের, রাস্তা গুলোও আমাদের, ব্রিজ গুলোও আমাদের- তাই পরিবেশটা রক্ষা করা তো আমাদেরই দায়িত্ব । মুর্খ সে, যে নিজের দায়িত্ব এড়িয়ে চলে । -_-
এই দায়িত্ব পালনে যে আপনাকে পুরো সংবিধান পড়তে হবে তা কিন্তু না । :p জাস্ট একটা কাজ আজ থেকে শুরু করে দিন, যেখানেই আপনার সামনে পরবে এই সব বেক্কল গুলো- তখন শুধু একটু কষ্ট করে শব্দ করে বলুন, '' ভাই, সচেতন নাগরিক হয়ে যদি এইভাবে রাস্তার ধারে প্রস্রাব করেন, তবে তো আমাদের চলাই মুশকিল হয়ে পরবে । '' তারপর দেখুন মজা । যখন আপনার শব্দ শুনে সবাই সেই লোকটির দিকে তাকাবে, তার চেহেরাটার দিকে একবার তাকান । ব্যাস, আপনার কাজ হয়ে গেছে । :p
এইভাবে যদি একটা লোক জাস্ট দুই দিন লজ্জা পায় । দেখবেন তৃতীয় দিন সেই লোকটি ঠিক হয়ে গেছে । বরঞ্চ সেই লোকটি রিভেঞ্জ নেয়ার জন্য দেখবেন, পরের দিন অন্যকাউকে একই কথা বলছে ।
এভাবেই তো পরিবর্তন আসে । শুরুটা তো আমাদেরই করতে হবে ।
©somewhere in net ltd.