নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালের অপর পীঠ

তব ঘৃণা বক্ষে চাপিনু, হাসিনু মুখে, জঞ্জাল তব চাপিনু পিঠে, চলিনু মহাকালে ।

দি ভয়েস

নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।

দি ভয়েস › বিস্তারিত পোস্টঃ

আমি ও সেঃ সেদিন সন্ধ্যায়

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

- কেমন আছো ?
- তুমি যেমন রেখে গিয়েছিলে ।
- তখন কিন্তু এই মুখ ভর্তি দাড়িগোঁফ গুলো ছিল না ।
- তখন যত্ন নেবার কেউ ছিল । এখন নেই ।
- তুমি ঘুমোও নি কতকাল ?
- যখন থেকে তুমি স্বপ্নে আসা শুরু করলে ।
- ভালবাসা উবে গেছে ?
- জ্বালাচ্ছ বলে !
- জ্বালানো টা দেখেছো, জল টা দেখোনি ?
- তুমি ও তো ভালোবাসা মোড়ানো উবে যাওয়া জল টা
দেখলে । মেঘ টা দেখোনি ।
- ছাদে যাওয়া হয় না অন্নেক কাল ।
- খোলা আকাশে দাঁড়ানোর সাহস নেই বলে ?
- তোমাকে ছেড়ে আসার অপরাধ বোধ টা থেকে বেড়িয়ে
আসতে পারছি না বলে ।
- আজকাল তুমি ভাবতে শিখে যাচ্ছ ।
- মানুষ তো হারিয়েই খোঁজে ।
- তুমি কে ?
- যাকে তুমি চিনতে ।
- আজ পুরনো মনে হচ্ছে ।
- মাঝের সময় টা শুধু চুরি গেছে ।
- কার ভুলে ?
- আজকাল কি ভুলচুকের হিসেব কষে বেড়াও নাকি ?
- সেই দিন টা থেকেই মেলানোর চেষ্টা করছি
- মিলেছে কি ?
- উত্তর দেবার কেউ ছিল না বলে
- আজ তবে কি সব হিসেব চুকিয়ে দিবে ?
- আমি ক্লান্ত ।
- একা থেকেও ?
- তোমার স্মৃতি গুলো ...
- আমি কিন্তু দুটো সম্পর্কের মাঝে ঘুরপাক খেয়ে বড্ড
বেশি...
- আমি ছিলাম নাকি ?
- আমার স্বত্বা জানে, যা তোমার কাছে গচ্ছিত আছে ।
- আমি শূন্য
- বৃত্তের মাঝে
- তুমি তো বৃত্ত ছিলে না । আমি কখনোই তোমায় বৃত্তের মাঝে
খুঁজি নি ।
- আমি অসহায়...
- তুমি ভীতু
- হয়তবা মেয়ে বলেই
- পিছুটান , বাঁধন আমারও ছিল
- তুমি ক্ষ্যাপাদের দলে বলেই
- ভালবাসা কবে থেকে শান্ত হতে শুরু করেছে । লজ্জা ।
- তুমি বুঝবে না
- ভাঙ্গা হৃদয় বলেই হয়তবা
- অভিশাপ দিচ্ছ ?
- আমি বোকা নই
- আর কতকাল ?
- বেশ তো আছি
- শান্তনা দেবার চেষ্টা করছ ?
- ভালোবাসি বলেই হয়তবা
- আমি চলে যাচ্ছি
- আর ফিরবে না ?
- ও বলেছে...
- ওখানেই সেটেল হবে ?
- আমি চাচ্ছিলাম না
- মানো খুউব ?
- সম্পর্ক যেহেতু...
- আমার বেলায়...
- আমি ভুল ছিলাম
- করুণা হচ্ছে ?
- আমি খুঁজেছিলাম
- হাত বাড়ালেই পেতে
- ইচ্ছে ছিল
- চেষ্টা ছিল না
- যাচ্ছি
- পাঁজর ভেঙ্গে
- মনঃটা রেখে । আরো কিছুকাল বাঁচার খোরাক করে
- অপেক্ষার প্রহর গুণে
- উহু ! স্মৃতি হয়ে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১১

মাজহারুল সাকিব বলেছেন: ভালো লাগছে

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২১

দি ভয়েস বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা রইলো

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৩

বিবর্ন সত্ত্বা বলেছেন: ভালো লাগলো :-( :(

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৩

দি ভয়েস বলেছেন: আপনার ভাল লেগেছে শুনে আমারও ভাল লাগছে।
শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.