নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালের অপর পীঠ

তব ঘৃণা বক্ষে চাপিনু, হাসিনু মুখে, জঞ্জাল তব চাপিনু পিঠে, চলিনু মহাকালে ।

দি ভয়েস

নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।

দি ভয়েস › বিস্তারিত পোস্টঃ

কনভারশেসন 3

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৮

- পথিক দোয়ারে দাড়িয়ে
- পথিক পথ ভুল করিয়াছে
- লক্ষ্য সঠিক থাকিলে পথ ভুল হয় না
- আমি লক্ষ্য নই
- তুমি সাধনা
- আমি বেদী চাইনা
- পূজারী লুণ্ঠিত
- আমি পূজা চাই না
- আমি ক্ষুদ্র
- বিদেয় হও

- - - -

- কি চাও ?
- কিছু না
- তবে এখানে কেনো ?
- শান্তি কুড়াতে
- এতোটা সস্তা নয়
- আমি অসহায়
- তুমি ভীতু

- - - -

- গতকাল কোথায় ছিলে ?
- ঘুমিয়ে
- সারাদিন ?
- না
- পথিক কাল পথ ভুল করে নি ?
- পথিক ক্লান্ত
- পথিক ভুল
- তুমি পথ দেখাও
- যদি আমি পথ হই ?
- ধূলিকণাকে চোখের সুরমা বানাবো
- চলবে না
- উহু
- কেনো ?
- পাছে পথ ফুরিয়ে যায়
- না চললে পথের মৃত্যু হয়

- - - - -

- কি দেখো ?
- তোমাকে
- আর কতকাল ?
- বার্ধক্য পর্যন্ত
- তিক্ততা গ্রাস করবে
- আমি অমৃত জেনে পান করে নিবো

- - - - -

- কি হয়েছে ?
- তোমার চুল
- সরিয়ে দাও
- ছোবে না ? ( হঠাৎ গালে স্পর্শ লেগে যাওয়ায় )
- উহু...
- কেনো ?
- পাছে শুভ্রতা নষ্ট হয়
- না ছোলে শুভ্রতা অপমান হয়
- হাত কাঁপছে কেন ?
- আমি আনাড়ি
- আমি অভিজ্ঞ ?
- আমি... আ আমি... তা বলতে...

- - - - -

- আজ এতো সকালে ?
- এ পথ দিয়েই যাচ্ছিলাম
- বাহানা মানায় না
- দুঃস্বপ্ন
- ভাবনার ফসল
- ভয় হচ্ছে খুব
- এখনো ?
- না
- ইচ্ছে চাপা দিতে নেই
- কষ্ট দিচ্ছ কেনো ?
- এটা কষ্ট নয়
- তবে ?
- এটা আস্কারা

- - - - -

- হাতে কি ?
- মালা
- কার জন্য ?
- তোমার
- পড়াবে ?
- তুমি না হয় নিজেই...
- তুমি এমন কেনো ?

- - - - -

- এতো লোকজন ?
- বর পক্ষ দেখতে...
- তুমি কিছু বল নি ?
- তুমিও তো কিছু বল নি
- তুমি জানো আমায়
- আমার দিক থেকে
- আমি প্রকাশে আনাড়ি
- এখানে কেউ ই অভিজ্ঞ নয়

- - - - -

- তুমি এ ঘরে কি করছো ?
- তোমায় সাঁজাতে এলাম
- নিষ্ঠুর
- কিছু অনুভূতির প্রকাশে মৃত্যু ঘটে
- বিনা দলিলে মালিকানা পাওয়া যায় না
- কড়ি নেই
- ভালোবাসা উবে গেছে ?
- তার টানেই তো ছুটে আসি
- দামে তাই দিও

- - - - -

- এরা সবাই ?
- দাদা'কে বলেছি
- ওনি...
- কাজী আনতে লোক পাঠিয়েছেন
- মানলেন ?
- না মানার কিছু কোনো দিনই ছিল না
- ওনি আগে থেকেই সব জানতেন ?
- হুম...
- কখনো ...
- আমি তোমার ব্যাপারে নিশ্চিত ছিলাম না বলে
- মানে ?
- মানে পূজা আর ভালোবাসা এক নয়

- - - - - -

- তুলো তুলো ঘোমটা রাখিয়ো না লাজ
দেখিবো নয়নে নয়ন রাখিয়া ও সাঁজ
এ কেমন লজ্জা তোমার ও রে ও লজ্জাবতী
আমায় দেখালে ও রুপের বল কি ক্ষতি ?

- কেমন করে বুঝাই তোমায়
যা আছে আমার রুপের বাহার
জন্মান্তরে সবটাই যে তোমার

- বিধাতার তুমি এক অপূর্ব সৃষ্টি
ফেরানো যায় না অপলক দৃষ্টি
চির সবুজ হোক আমাদের এই জুটি
দু'জনার মাঝের এই দূরত্বটার আজ ছুটি

* * * * * * *

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৩

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: খুব সুন্দর

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪১

দি ভয়েস বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.