নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চাই আমাদের দেশে আর কোন হানাহানি থাকবে না....।

রাতজাগা পথিক

আমি সাধারন একজন মানুষ। আমার প্রিয় জায়গা হলো আমার জন্মস্থান নিজ এলাকা। আর খুব খারাপ লাগে যখন মানুষ মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা না বলার চেষ্টা করি। আর আমার দেশকে আমি অনেক ভালোবাসি। কিন্তু রাজনীতি বিধদের মত দেশকে ভলোবাসি না...

রাতজাগা পথিক › বিস্তারিত পোস্টঃ

খুব অবাক লাগে আমরা কি মানুষ............????X(X(X(X(

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ক্ষেত্র ও সময় বিশেষে দেখা গেছে চোরাচালানকারীরা নিজেকে রক্ষার জন্য অস্ত্রের আশ্রয় নিয়ে থাকেন। এজন্য সমঝোতার মাধ্যমে দুই সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেবলমাত্র আত্মরক্ষার প্রয়োজনে গুলি চালানো যেতে পারে। তবে কি আপনি মনে করেন যেসব মানুষ গুলি খেয়ে মরছে এরা সবাই বিএসএফ এর উপর গুলি চালিয়েছেন? ফেলানিও কি তবে গুলি চালিয়েছিল? তারা নিরিহ, বাংলাদেশীদের গুলি করে মারছে,আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাকে তৈল দিয়ে ঘুমাছেন বা খুব ভালো... আমি নিজে দেখেছি যে, বিএসফ আমাদের দেশের মানুষকে মাঠ থেকে ধরে নিয়ে গিয়ে কি অত্যাচার করে হত্যা করেছে, আর আমরা তাদের সাথে সুসম্পক রাক্ষা জন্য আমরা আমাদের দেশের উপর দিয়ে টানজিট দিচ্ছি আবার আমরা আমাদের সুমুদ্র বন্দর ব্যবহার করতে দিচ্ছি, আর আমাদের দেশের মানুষকে পাখির মত নিরবিচারে হত্যা করেছে বিএসএফ, আর আমাদের দেশের সরকার নিসচুপ খুব অবাক লাগে আমরা কি মানুষ............????X(X(X(X(

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

এস এইচ খান বলেছেন: আহেন, স্বাধীনতার চেতনার ত্যানা ধুইয়া পানি খাই আর পাকি প্যাঁক প্যাঁকের তালে তালে শিলাকি জাওয়ানী শুনি X(

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

শার্লক বলেছেন: সবগুলারে রাতের আধাঁরে ঐ পাড়ে পাঠায় দিয়া উচিত তাইলে বিএসএফ গুলি কইরা সাবাড় করে দিত।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

শূন্য পথিক বলেছেন: শার্লক বলেছেন

সহমত!

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

জীবনকেসি বলেছেন: স্বাধীনতার চেতনার ত্যানা ধুইয়া পানি খাই আর পাকি প্যাঁক প্যাঁকের তালে তালে শিলাকি জাওয়ানী শুনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.