নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চাই আমাদের দেশে আর কোন হানাহানি থাকবে না....।

রাতজাগা পথিক

আমি সাধারন একজন মানুষ। আমার প্রিয় জায়গা হলো আমার জন্মস্থান নিজ এলাকা। আর খুব খারাপ লাগে যখন মানুষ মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা না বলার চেষ্টা করি। আর আমার দেশকে আমি অনেক ভালোবাসি। কিন্তু রাজনীতি বিধদের মত দেশকে ভলোবাসি না...

রাতজাগা পথিক › বিস্তারিত পোস্টঃ

যাদের বেতন মাত্র মাসিক ২০০০-২৭০০ টাকা....!!!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

যে দেশের সরকার মানবেতর জীবনযাপনকারী হাজার হাজার শিক্ষকের (যাদের বেতন মাত্র মাসিক ২০০০-২৭০০ টাকা) এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনের মুখেও সাফ জানিয়ে দেয় সরকারী কোষাগার খালি, তাই এমপিও ভুক্তির জন্য ৮০০-১০০০ কোটি টাকার যোগান দিতে যে সরকার অপারগ; যে দেশের সরকার জ্বালানি তেলে হাজার কোটি টাকা ভর্তুকি দিতে পারে না বলে বার বার তেলের দাম এবং বিদ্যুতের দাম বাড়িয়ে জনগনের নাভিশ্বাস উঠাতে কুণ্ঠিত হয় না. আবার সরকার তাদের বড় করে দেখে যাদের জন্য পদ্মা সেতু হয় নি। দুই আবুল শেষ করে দিলো আমাদের দেশের মানুষের স্বপ্নকে...

যে দেশের সরকার কৃষি, শিল্প থেকে শুরু করে সমস্ত সেবাখাত (স্বাস্থ্য, রেল সহ ) থেকে সরকারী ভর্তুকি কমিয়ে দিয়ে ক্রমান্বয়ে তা শূন্যের কোটায় নিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়নে সিদ্ধহস্ত, সেই সরকারই যখন দেখি রাশিয়া থেকে ৮ হাজার কোটি টাকার ঋণ (শর্তযুক্ত এবং সুদসহ) নিয়ে সমরাস্ত্র কেনার চুক্তি সম্পাদন করছে, তখন বিস্ময়ে হতবাক হতে হয় আমাদের! এই অস্ত্র বিলাসের কোন মানে আছে? দেশের লক্ষ লক্ষ শিক্ষককে অভুক্ত রেখে, দেশের সাধারণ মানুষের জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা না দিয়ে, কৃষি- শিল্প সহ সেবাখাতে ভর্তুকি হ্রাস করে দেশের সামগ্রিক উন্নয়নকে বিকশিত হতে না দিয়ে কেন এই অস্ত্র বিলাস...? রাশিয়া আমাদের মাথায় কাঠাল ভেঙ্গে খাবে আবার আমাদের মাথায় আঠা লাগিয়ে যাবে। রাশিয়া যে অস্ত্র আমাদের দেবে তা কি আদেও আমাদের দেশের কোনো কাজে আসবে...? এই আট হাজার কোটি টাকা দেশের উন্নয়নের কাজে কি লাগানো যেতো না......???

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

শয়ন কুমার বলেছেন: ইস, আমরা যদি এই আট হাজার কোটি টাকা দেশের লক্ষ লক্ষ শিক্ষককের এম্পিওভূক্তির বা অন্যকোন উন্নয়ণমুখী কাজের জন্য ঋণ চাইতাম !!! এবং সেসব খাতে রাশিয়া যদি এই আট হাজার কোটি টাকা ঋণ দানে রাজি থাকতো !!!!!!!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫

শয়ন কুমার বলেছেন: এই এমপিও ভুক্তির জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু নিয়ত ভালো থাকলে সবকিছু করা সম্ভব।’

মাসিক মাত্র ১৭০০ টাকায় জীবনযাপনকারী শিক্ষকদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমপিওভুক্তি সম্পন্ন করার দাবি জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.