নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চাই আমাদের দেশে আর কোন হানাহানি থাকবে না....।

রাতজাগা পথিক

আমি সাধারন একজন মানুষ। আমার প্রিয় জায়গা হলো আমার জন্মস্থান নিজ এলাকা। আর খুব খারাপ লাগে যখন মানুষ মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা না বলার চেষ্টা করি। আর আমার দেশকে আমি অনেক ভালোবাসি। কিন্তু রাজনীতি বিধদের মত দেশকে ভলোবাসি না...

রাতজাগা পথিক › বিস্তারিত পোস্টঃ

গ্রাম থেকে কেও যদি দেখা করতে আসেন জরুরী কাজে তাহলে কি হবে ভেবে দেখেছেন একবার...।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

কাল অফিসের কাজে জেলা শহরে গিয়েছিলাম সদারের এম পির কাছে।যখন তার বাসায় গেলাম দেখা করতে তিনি ঘুমাছেন তার বাসার কাজে লোক বলো যে আপনারা কে আমরা আমাদের পরিচয় দিলাম। তখন সে আমাদের জানালো তিনি রাত নয়টার সময় ঘুম থেকে উঠবেন। আমার সাথে আমাদের অফিসের একজন পিয়ন ছিল সে আমাকে বলো ভাই রাত নয়টার সময় যদি দেখা হয় তাহলে আমাদের যেতে অনেক রাত হয়ে যাবে। কারণ জেলা শহর থেকে আমাদের প্রায় ১৬ কিঃমিঃ পথ যেতে হবে। আমি তখন পাশের একটি মসজিদ থেকে আসেরের নামাজ আদায় করে অপেক্ষা করতে থাকলাম কারণ এম পির সাথে আমাদের দেখা করতে হবে আমাদের অপেক্ষার পালা শেষে হলো রাত দশটা সময়... আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম যে একজন এম পির সাথে দেখা করতে এসে ছয় ঘন্টা অপেক্ষা করার পর তার সাথে আমাদের দেখা হলো... আমাদের কাপাল অনেক ভালো যে একজন এম পির সাথে দেখা করতে মাত্র ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে, দশ ঘণ্টা বা দশ দিন অপেক্ষা করতে হয় নি। আমাদের মত সাধরন মানুষ কে একজন এম পির সাথে দেখা করতে এত সময় অপেক্ষা করতে হবে...??? গ্রাম থেকে কেও যদি দেখা করতে আসেন জরুরী কাজে তাহলে কি হবে ভেবে দেখেছেন একবার...।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

শার্লক বলেছেন: ওরা তো সাধারন মানুষ না, সাক্ষাত পাওয়া কি চাট্টিখানি কথা।

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

মোমের মানুষ বলেছেন: এমপিরে ডায়রেক ফোন লাগাইতেন

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

আমিনুর রহমান বলেছেন: হায়রে জন প্রতিনিধি !!!!!!!!!!!!!

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: উনারা এম পি !! মানুষ না !!

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

s r jony বলেছেন: আমিনুর রহমান বলেছেন: হায়রে জন প্রতিনিধি !!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.