নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চাই আমাদের দেশে আর কোন হানাহানি থাকবে না....।

রাতজাগা পথিক

আমি সাধারন একজন মানুষ। আমার প্রিয় জায়গা হলো আমার জন্মস্থান নিজ এলাকা। আর খুব খারাপ লাগে যখন মানুষ মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা না বলার চেষ্টা করি। আর আমার দেশকে আমি অনেক ভালোবাসি। কিন্তু রাজনীতি বিধদের মত দেশকে ভলোবাসি না...

রাতজাগা পথিক › বিস্তারিত পোস্টঃ

জামায়াত নেতাদের ব্যাপারে কোনো অন্যায় সিদ্ধান্তের আভাস পাওয়া মাত্রই সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবX((

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে ‘ট্রাইব্যুনালের কোনো অন্যায় সিদ্ধান্ত’ বরদাশত করা হবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন শিবির সভাপতি দেলোয়ার হোসেন।একই সঙ্গে ট্রাইব্যুনালের যে কোনো বিরূপ সিদ্ধান্ত মোকাবেলায় শিবির নেতা-কর্মীদের প্রস্তত থাকতে বলছেন তিনি।রোববার রাজধানীতে ছাত্রশিবিরের সারাদেশের শাখা প্রতিনিধিদের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।কর্মীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, “সদা প্রস্তুত থাকুন। জামায়াত নেতাদের ব্যাপারে কোনো অন্যায় সিদ্ধান্তের আভাস পাওয়া মাত্রই সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ট্রাইব্যুনাল ঘেরাও থেকে শুরু করে প্রয়োজনে সারাদেশ অচল করে দিতে হবে।শিবির সভাপতি বলেন, “গোলাম আযম, নিজামী, সাঈদীদের বিরুদ্ধে চলা বিচারের নামে প্রহসন দেখতে দেখতে মানুষ এ সরকারের ওপর চরম বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে পড়েছে। সবাই বুঝে গেছে, আওয়ামী লীগ রাজনৈতিক হাতিয়ার হিসেবে যুদ্ধাপরাধের বিচারের নাটক সাজিয়েছে। শিবির কি ভাবে দেশ অচাল করে দেবে তার একটি ছক করে রেখেছে এবং তারা তাদের কমীদের সজাগ থাকতে বলেছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

ইখতামিন বলেছেন: রিপোস্ট কেনো?

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

সাকিন উল আলম ইভান বলেছেন: হুজুরের ৭.৫ মেশিনের ফলাফল দেখতে পাচ্ছি, হতাশ :P

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

নেংটি ইদুর বলেছেন: পিপার স্প্রে আছেনা? :-0

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

সাত সাগেরর মাঝি বলেছেন: শিবির কি ভাবে দেশ অচাল
করে দেবে তার একটি ছক
করে রেখেছে এবং তারা তাদের কমীদের
সজাগ থাকতে বলেছে।
War declare korley to pare. BAL vs JAMAT
NO POLICE OR ANY OTHER SUPPORT.
What do you think? Who will win?
I bet Jamat.

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

সাত সাগেরর মাঝি বলেছেন: শিবির কি ভাবে দেশ অচাল
করে দেবে তার একটি ছক
করে রেখেছে এবং তারা তাদের কমীদের
সজাগ থাকতে বলেছে।
War declare korley to pare. BAL vs JAMAT
NO POLICE OR ANY OTHER SUPPORT.
What do you think? Who will win?
I bet Jamat.

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

রানার ব্লগ বলেছেন: পিপার স্প্রে আছেনা?

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

৪০৪ পাওয়া যায়নি বলেছেন: ধর্মের ভেক ধরে নিজেদের গণবাপদের হীন কৃতকর্মের জন্য যেসব জারজরা অনুতপ্ত না সেইসব কীটদের মেরে ময়লার ভাগাড়ে ফেলে দিলেই বাংলাদেশ বেঁচে যাবে। এইসব বৃদ্ধাখবিশগুলো মরলেও নব্য রাজাকারগুলি তো ঠিকই থেকে যাচ্ছে, চান্স পেলেই বাংলাদেশকে পাক করে বাংলাস্তান বানাবে।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

রাতুল রেজা বলেছেন: তরুন এই ধর্ম ব্যাবসায়ী দের অবিলম্বে পাকিস্তান পাঠানো উচিত । আমাদের দেশে এদের যায়গা হওয়া কলঙ্কের। এমনিতেই দেশে ছাগলের অভাব নেই এর পরে এতো চাপ রাখা যাবেনা।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

প্রগতিশীল ইকবাল বলেছেন: ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.