![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চরম ভাবে বিশ্বাস করি যে, আমাদের নৈতিক অবোক্ষয় হয়েছে. আমাদের আর কোনো মানবিক গুন নেই. আমরা এখন নিজেকে নিয়ে বেশি ভাবি পরের কোনো কিছুই আমাদের টানেনা. আমরা এখন উটপাখি কোনো বিপদ দেখলে মাথা বালির মাঝে লুকাই. আর বিভিন্ন টিভিতে ঝড় তুলি টকশোর টেবিলে... আমরা শুধু টকশোর টেবিলে বড় বড় কথা বলি.. কিন্তু কোনো সমাধান নেই আমাদের কাছে.. আবার মানবধিকার কমী রা বড় গলায় বলেন যে মানবধিকার লঙ্ঘন হচ্ছে.. কিন্তু তারা কি জানেন.? যারা ক্রায়ফায়ারে মারা যায় তাদের হাতে কত নিরিহ মানুষের জীবন গেছে.. মানবধিকার কর্মিরা কি জানেন.? আমরা যারা গ্রামে থাকি তারা কত ভয়ে থাকি.. এই সব সন্ত্রাসিদের কারনে..তা কি মানবধিকার কর্মিরা জানেন..? তারা কি ঢাকা ছেড়ে গ্রামে থেকেছেন কখনো..? আমার মনে হয় না তারা গ্রামে থেকেছেন, তারা শুধু এ সি তে বসে বসে বড় বড় কথা বলেন.. এছাড়া আর কিছুই পারেন না তারা..
©somewhere in net ltd.