নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চাই আমাদের দেশে আর কোন হানাহানি থাকবে না....।

রাতজাগা পথিক

আমি সাধারন একজন মানুষ। আমার প্রিয় জায়গা হলো আমার জন্মস্থান নিজ এলাকা। আর খুব খারাপ লাগে যখন মানুষ মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা না বলার চেষ্টা করি। আর আমার দেশকে আমি অনেক ভালোবাসি। কিন্তু রাজনীতি বিধদের মত দেশকে ভলোবাসি না...

রাতজাগা পথিক › বিস্তারিত পোস্টঃ

আমরা কি উপহাস করে বলতে পারিনা যে, আমরা আমদের ফাঁসী চাই...!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

আচ্ছা আমরা কি উপহাস করে বলতে পারিনা যে, আমরা আমদের ফাঁসী চাই...!!! ফাঁসি ও যাবজ্জীবন সাজার সংবাদগুলো বেশ মনযোগ দিয়ে পড়া হয় না আমার তবুও পড়ি। প্রায়শঃই দেখি একজনকে হত্যার জন্যে তিন জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন এবং একজনের ৭ থেকে ১০ বছর জেল। বাদ বাকিরা বেকসুর খালাস। আমাদের দেশের মানুষের জীবনের দাম...? একেবারে সুলভ মূল্য! নামিদামি লোক যদি আমাদের দেশের সাধারণ জনতার কারোর রক্ত নেন, খুন বা গুম করেন তখন বিচারের বাণী প্রায়শঃই কাঁদে। তার বড় প্রমান হলো বিশ্বজিৎ হত্যা...যা আমাদের কে শংকাকে যুক্তিযুক্ত করে তোলে। আবার অনেক সময় ভুল করে রথী মহারথীদের কেউ সাধারণ কারো হাতে খুন বা গুম হলে আইন গর্জে ওঠে। ঝাঁপিয়ে পড়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য । আবার একই উপমা ধর্ষণ ও ধর্ষিতার ক্ষেত্রেও। ধনী ও প্রভাবশালীদের হাতে ধর্ষিতার ইজ্জতের মূল্য হয় মাত্র কয়েক হাজার টাকা। যা অনেক সময় দেখা যায় গ্রামের কোনো বিচার সালিশে... কিন্তু প্রভাবশালীদের ক্ষেত্রে......???? আজ সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের দ্বিতীয় রায় হয়েছে। আর এই রায় একাত্তরের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের চেয়ে কম লজ্জার নয়। তিন-চারশ হত্যা আর শতাধিক ধর্ষণের অপরাধ প্রমাণিত হবার পর জামায়াতি কাদের মোল্লাকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডদেওয়া হয়েছে। আমার খুব জনতে ইচ্ছে হয় কত জনকে হত্যা করলে একজনে ফাঁসী হতে পারে...? সংবাদপত্রে দেখেছি যে একজন মানুষ কে হত্যা করে আসামির ফাঁসী দেওয়া হয়েছে... আর কাদের মোল্লা অনেক মানুষকে হত্যা করে তার কি হলো... ??? শহীদের রক্ত এতোই সস্তা! মূল্যহীন! জাতির নারীদের সম্ভ্রমের কোনো মূল্য নেই? এতোই নগণ্য মা-বোনের সম্মান! আজব আমাদের দেশ আরো আজব আমাদের দেশের আইন... আচ্ছা আমরা কি উপহাস করে বলতে পারিনা যে, আমরা আমদের ফাঁসী চাই...!!!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.