![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাবা বাবা (রাজিব আহমেদ)একজন ব্লগার ছিলেন, কাল রাতে যখন তার মৃত্যুর খবর পেলাম আমি অবাক হলাম যে, আমরা আর কত রাজীব ভাইয়ের জানাজার নামাজ পড়বো ...? কাল রাতে আমার এক বড় ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে, তুমি কি জানো যে জামায়াত শিবিরের ক্যাডারা একজন কে হত্যা করেছে, আমি তখন টিভির নিউজ দেখছিলাম, আমি তাকে জানালাম সব কিছু। আমি তাকে প্রশ্ন করি আপনি এখন কোথায় তিনি আমাকে যা বলেন তা শুনে শিহেরিত তিনি আমাকে বলেন যে, ছোট ভাই আমাদের কে আবার যুদ্ধে যেতে হবে জামায়াত শিবিরের বিরুদ্ধে... তিনি কাল রাতে শাহবাগ পৌছিয়েছেন... সারা রাত তিনি সেখানে থাকবেন রাজিব ভাইয়ের নামাজে জানাজায় শেষ করে, রাতের গাড়িতে তিনি কুমিল্লাই যাবেন। নিহত রাজিব আহমেদ শোভনের পরিবারকে সমবেদনা জানাতে মিরপুরের বাসায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানালে কি সব ঠিক যাবে...? রাজীব কি ফিরে আসবে আমাদের মাঝে...??? জামায়াত শিবিরের রাজনীতি কি বন্ধ হবে। এই জামায়াত শিবিরবিরোধী অবস্থান নেওয়ায় রাজিবকে খুন হতে হয়েছে। শাহবাগ আন্দোলনের সঙ্গে সম্পৃত্ত যারা তারা কি নিরাপদ জামায়াত শিবিরের হাত থেকে...? আর কত দিন এই আন্দোলন করে যেতে হবে...? আর কত মায়ের বুক খালি হলে তারপর সরকার জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ করবে...?
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
শহিদশানু বলেছেন: ভাই এ নিয়ে দুঃশ্চিন্তার কোন কারণ নেই । পৃথিবীতে যখন একবার এসেছি,তখনতো আমাদেরকে মৃতু্র সাধ গ্রহণ করতেই হবে। তবে আমাদের এ আন্দোলন যে তাদের গায়ে আগুন ধরিয়েছে। থাবার মৃতু্যই তার প্রমান। আসো আমরা সকলে মিলে থাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি । থাবার মৃতু্য মহত ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
রশিক রশীদ বলেছেন: নিরাপত্তার দরকার নাই । যুদ্ধে নেমেছি। যুদ্ধের আবার নিরাপত্তা কি ?
যুদ্ধ জয়(জামাতের রাজনীতি নিষিদ্ধ) হলেই খুশি।