![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বামের ডানে - ডানের বামে আমার সুস্পষ্ট অবস্তান facebook.com/zahid.hassan.5667
এক সভাতে হঠাত কোন এক ব্যাক্তি পাদ ( পায়ু পথে নির্গত হাওয়া / অপানবায়ু) ছেড়েছে । কে দিয়েছে কে ছেড়েছে এই পাদ তা নিয়ে তুমুল জগড়া । সভা পণ্ড হওয়ার পথে । কে পাদ দিয়েছে তা খুঁজে বের করার ঝোর দাবী উঠছে । সভার মধ্যমণি সভাপতি এক এক করে সবাইকে জিজ্ঞাস করলো কার কৃত কর্ম এইটা । কিন্তু কেউ স্বীকার করে না । অবশেষে সভাপতি তার বুদ্ধির মাধ্যমে কৃত কর্মের জনককে খুঁজে বের করলেন । সভাপতি বললেন আমি জানি কে এই কাজ করেছেন এবং তার গায়ে এখনো মাছি বসে আছে । অমনি এক লোক তার আশে পাশে পরীক্ষা করতে লাগলেন । এবং সবাই বুঝে গেছে কোন ব্যাক্তি এই কর্মটি করেছে ।
যাই হোক গতকাল ঢাকার মহানগর দায়রা জজ বহুল আলোচিত ফেইসবুকে 'প্রধানমন্ত্রীকে হুমকি মামলার রায় দিয়েছে । মামলার বিবরণীতে জানা যায় গত বছরের ১৯ এপ্রিল ‘দৈনিক ভোরের কাগজ’-এ এই সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হাফিজুর রহমান একটি স্ট্যাটাস দেন । এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জননেত্রী পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত করে গত বছরের ১৭ জুন হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে।
আসুন দেখি কি ছিল সেই স্ট্যাটাস এ
“হায়েনা ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি... পারবি না।
প্রথমে তোর মাথায় গুলি করব, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টাঙ্গিয়ে রাখব। যাতে আর কোনো হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়।"
সে সময় মামলার বাদী এ বি সিদ্দিকী বলেছিলেন, ‘ওই লেখা পড়ে আমার মনে হয়েছে তা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করেই লেখা হয়েছে।’
এবং হাফিজুর রহমান বলেছিলেন, ‘ওই বক্তব্য কোনো ব্যক্তিকে উদ্দেশ করে লেখা হয়নি। হয়েনা বলতে অনিয়ম আর দুর্নীতিকে বোঝানো হয়েছে।’
স্বক্ষ প্রমান শেষে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় পাঁচ বছর ও দণ্ডবিধির ৫০৬ ধারায় দুই বছর করে মোট সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
উপরের গল্পের সহিত মামলার আন্তঃ মিল খুজে পেলে লেখক দায়ী নন
২৮ শে জুন, ২০১৩ রাত ৩:৪৬
পাহাড়ি জাহিদ বলেছেন: এক গবেষণায় দেখা গেছে প্রতিবছর প্রায় ৩০ জনের অধিক শিক্ষক বুয়েট ছাড়ছেন ।
২| ২৮ শে জুন, ২০১৩ রাত ৩:৩৪
সাইফ সানি বলেছেন: লোহিত বামন বলেছেন: রানা সাহেবের উচিত ছিল পাশ করার সাথে সাথে আর সব বুয়েটিয়ানদের মত পশ্চিমা দেশে পাড়ি জমানো। গেসে কম বেতনে বুয়েটের টিচার হইতে, আবার শুরু করছে মেটাফোর দিয়া নীতিকথা ফেবুতে লিখা। এবার ঠেলা বুঝুক।
৩| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:১৯
খেয়া ঘাট বলেছেন: শুধু ডর ডর লাগে।
২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:২৩
পাহাড়ি জাহিদ বলেছেন: শুধু ডর ডর লাগে
৪| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৬:২৩
তুরাগ হাসান বলেছেন: ব্লগে এইটা কি লিখলেন?? এখন তো আপনার ফাসির দাবি উঠব
২৮ শে জুন, ২০১৩ ভোর ৬:৩১
পাহাড়ি জাহিদ বলেছেন: উপরের গল্পের সহিত মামলার আন্তঃ মিল খুজে পেলে লেখক দায়ী নন
৫| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:৪৯
আতা2010 বলেছেন: Click This Link
মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক।
২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৯
পাহাড়ি জাহিদ বলেছেন: মন্তব্য কি আমার লিখার সাথে সম্পর্কিত ?
৬| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
তিনি ভয় না পেয়ে আদালতে মামলাটি মোকাবেলা করলে বিচারের রায়ে তাকে সামান্য জরিমানা বা মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হত।
উনি পলাতক থাকাতে রায় নিয়ম অনুযায়ী একতর্ফা হয়েছে।
এখন আইন মতে উনি আপিলও করতে পারবেন না।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ রাত ৩:২৩
লোহিত বামন বলেছেন: রানা সাহেবের উচিত ছিল পাশ করার সাথে সাথে আর সব বুয়েটিয়ানদের মত পশ্চিমা দেশে পাড়ি জমানো। গেসে কম বেতনে বুয়েটের টিচার হইতে, আবার শুরু করছে মেটাফোর দিয়া নীতিকথা ফেবুতে লিখা। এবার ঠেলা বুঝুক।