![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে আছে সেই ফেলানিকে ?
সেই ১৫ বছরের কিশোরীটিকে ?
যে হয়তো হাজার হাজার কিশোরীর মত সুন্দর জীবন কাটাতে পারত
আজ ৭ই জানুয়ারী।
২০১১ সালের এই দিনে ফেলানীকে হত্যা করে
বি এস এফ কাঁটাতারে ঝুলিয়ে রাখে।
মনে আসে?
পানি খাবার তীব্র আকুতি পৌছাইনি কারো কানে।
আপনি কি জানেন?
পৃথিবীর সবচেয়ে ঝুকিপুর্ন সীমান্তের একটি বাংলাদেশ - ভারত সীমান্ত।
তবে একটি ভাল সংবাদ
ভারতীয়রা মরে না
মরে শুধু বাঙ্গালিরা।
সরকার চুপ ,
বাংলাদেশের মানুষের আবার জীবনের দাম আছে,
মিছে মিছে বন্ধুত্ব নষ্ট।
জানিনা কবে আমাদের মেরুদণ্ড হবে,
আমাদের সরকার ফেলানীর বিচার চাওয়ার সাহস করবে।
ফেলানীতো আর দামিনীর মত ভাগ্যবতী নয়।
আমাদের মাফ করিস ফেলানী,
আমরা কোটি কোটি মানুষ আজ পারিনি
তোর হত্যার বিচার আনতে
কারন আমরা অপদার্থ
©somewhere in net ltd.