![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি ! ছি ! লজ্জা !
এরাই কি তরুণ প্রজন্ম ?
একটি দোকানে বসে অপেক্ষা করছি।
দোকানের ঠিক বাইরেই ৫ টা ছেলের
দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে।
কথাবার্তা শুনে বুঝা গেল সবাই বিভিন্ন প্রাইভেট ভার্সিটির ছাত্র। এদের বয়স
হবে ১৯/২০ বছর।
বেশ দূর থেকেই আরেক তরুণের
উত্তেজিত চিকৎার শুনা গেল,
“দোস্ত পটাইয়া ফালাইছি।”
ছেলেটি কাছে আসতেই দু’জন
জিজ্ঞেস করলো, -
কোনটা পটাইছস ?
- আরে, ওই যে সিটি কলেজের টা। মাত্র
ডেটিং কইরা আসলাম।
- শালা, তুই এই পর্যন্ত
কয়টা করলি ?
-বাহুতে ঘুষি মেরে এক বন্ধু
জিজ্ঞেস করলো।
- এইটা লইয়া ২৬ টা হইলো !
আরেক বন্ধু ব্যঙ্গ
করে জিজ্ঞেস করলো,-
তুই কি ২৬ টা গার্লফ্রেন্ডই
একসাথে সামলাছ?
- আরে গাধা, এখন রানিং আছে ৩ টা।
বাকীগুলা তো ব্রেক আপ
হইয়া গেছে।
কিছু খাইয়া ছাইড়া দিছি, আর কিছু
খাইতে দেয়া না দেইখা ব্রেক
কইরা দিছি।
তবে এইটার সাথে লং টাইম রিলেশান করুম।
বেশ টাকা পয়সাওয়ালা নাকি শুনলাম।
এই কথাগুলো শোনার পর
আমি ছেলেটির চেহারার দিকে তাকিয়ে দেখলাম এবং ভাবলাম,
- এই ছেলেটিকে হয়তো মা এখনও
মুখে ভাত তুলে খাওয়ায় এই
ভেবে যে ছেলে আমার এখনও
খোকাই রয়ে গেছে।
- এই ছেলেটির সব আবদার
বাবা হয়তো পুরা করেন
কারণ তিনি মনে করেন
ছেলেটি তার এখনও যে সেই
ছোট্ট্রটি রয়ে গেছে।
- এই ছেলেটির বোন হয়তো ভাইটিকে প্রচন্ড ভালবাসে কারণ
ভাইটি তাহার কিছুই
বুঝে না।
- এই ছেলেকে নিয়ে সমাজ
সপ্ন দেখে এরাই তো আগামীর সম্ভাবনা।
কথাকোপথনগুলো আমার
মনে অনেক গভীর
দাগে কেটেছে।
এই তারুণ্য্ই
কি আমরা চেয়েছিলাম ?? ..... !
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
অপর্না হালদার বলেছেন: নৈতিকতা বিবর্জিত মানুষ পশুর সমান । এমন পশু এখন প্রায় ঘরেই অবস্থান করিতেছে । সাবধান হউন আপনার বোন বা মেয়েটি এমন কোন পশুকে বন্ধু হিসেবে নেয়নি তো !!!!!!!!! বা এমন কোন ছেলেদের কাছে বোনকে বা মেয়েকে বিয়ে দেয়ার পায়তার করছি নাতো শুধু টাকা বা প্রতিষ্ঠিত দেখে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমরা ইদানিং পশুকেও ঘৃনা করতে ভুলে গেছি । অবশ্য এই রকম ছেলে-মেয়েরা পশুর চেয়েও অধম ।
হায়রে মানুষ !!!!!!!
শুভ কামনা রইল ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
সুলাইমান আল উমাইর বলেছেন: হাএরে তারুণ্য,
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
দেখি তো পারি কিনা..... বলেছেন: এই লম্পট গুলোরে হাত পা ভেঙ্গে ঘরের মধ্যে বসিয়ে খাওয়ানো অনেক ভালো। কারন এদের দ্বারা অনেক গুলো মেয়ে কুপথে যায়তেছে। আর এদের দ্বারা তাদের ছেলে বন্ধুদের কে ও বিপথে নিয়ে যায়তেছে।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
লাবনী আক্তার বলেছেন: উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: না ভাই, এই তারুণ্য আমরা কেউই চাই নি। আপনার লেখায় কষ্ট পেলাম। আমিও অনেকরে এমনটা করতে দেখি। সমাজটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
আমি ইহতিব বলেছেন: এটা এখনকার ছেলেমেয়েদের ফ্যাশনে পরিণত হয়েছে যেন, যার যত বেশী প্রেমিক বা প্রেমিকা তার কৃতিত্ব যেন তত বেশী। ধিক এসব বিকৃত মানসিকতার তারুণ্যকে।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
কাকচক্ষু বলেছেন: ভাই রিপোষ্ট যে লিখলেন না। কাকরা কিন্তু দেখছে সব।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
বাতায়ন এ আমরা কজন বলেছেন: আমরা উত্তর প্রজন্ম যতই বলিনা কেন যে
এমন প্রজন্ম আমরা চাইনি,
আসলে কি তা সত্য ?
আমরাই তাদেরকে দিয়েছি পাশ্চাত্য কালচার, ডিশ কালচার,
ভ্যালেনটাইনস ডে, থার্টি ফার্স্ট নাইট।
বর্তমান বাবা মায়েরা তাদের ছেলেমেয়েদেরকে ভালো স্কুল কলেজে পড়ানোর ব্যাপারে যতটা যত্নবান ঠিক ততটাই উদাসীন তাদের চরিত্র গঠনে।
বাচ্চারা দেখেই শেখে, তাদের দোষ দিয়ে লাভ কি,
দোষ যদি থাকে টা আমাদের,
আমরা বড়রাই আমাদের নৈতিকতা, মূল্যবোধ ভুলে গেছি,
এই বাচ্চাদের কঠা বলে আর কী হবে?
সবার আগে দরকার আমাদের নিজেদের পরিবর্তন।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
ময়ূখ বলেছেন: ভাই...মেয়েরা বিয়ের আগে পোলার পয়সা দেখতে পারবে আর আমরা দেখলেই সমস্যা, তাই না ?! সুশীল সাজার জন্য পোলাদের কে ধুয়ে দিলেন, মেয়েদের কে ধুয়ে দিয়ে একটা পোস্ট দেন দেখি...নাকি চান্স পান নাই দেখে এত দুঃখ মনে...মেয়েরা তো ফেরেশতা হয়ে আসছে এই দুনিয়াতে...আর পোলারা ড্রেইনে ভাইসা আসছে সবাই...আজাইরা...
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
পিয়াস হোসাইন বলেছেন: আজ এই সমাজের জন্য দায়ী আমাদের মত কিছু তরুণ প্রজন্ম। ভাবতে অনেক কষ্ট লাগে।
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হায়রে তারুণ্য!!
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
নাছিম আহম্মেদ বলেছেন: ধন্যবাদ সবাইকে।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
নাছিম আহম্মেদ বলেছেন: আসলে আমি কিন্ত একদম নতুন এই ব্লগে
গত ৭ই জানুয়ারী থেকে লিখা শুরু করলাম।
এক ভাই বললেন মেয়েদের কে নিয়ে লিখতে
আমি ছোট ভাই হিসাবে বলব
আগে আমরা নিজেরা ভাল হই
ইনশাআল্লাহ সবাই আমাদের কে অনুসরণ করবে
সবাইকে আবারো অসংখ্য ধন্যবাদ।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
লুক্কায়িত বলেছেন: বাতায়ন এ আমরা কজন বলেছেন: আমরা উত্তর প্রজন্ম যতই বলিনা কেন যে
এমন প্রজন্ম আমরা চাইনি,
আসলে কি তা সত্য ?
আমরাই তাদেরকে দিয়েছি পাশ্চাত্য কালচার, ডিশ কালচার,
ভ্যালেনটাইনস ডে, থার্টি ফার্স্ট নাইট।
বর্তমান বাবা মায়েরা তাদের ছেলেমেয়েদেরকে ভালো স্কুল কলেজে পড়ানোর ব্যাপারে যতটা যত্নবান ঠিক ততটাই উদাসীন তাদের চরিত্র গঠনে।
বাচ্চারা দেখেই শেখে, তাদের দোষ দিয়ে লাভ কি,
দোষ যদি থাকে টা আমাদের,
আমরা বড়রাই আমাদের নৈতিকতা, মূল্যবোধ ভুলে গেছি,
এই বাচ্চাদের কঠা বলে আর কী হবে?
সবার আগে দরকার আমাদের নিজেদের পরিবর্তন
সহমত।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
আবহমান বাংলা বলেছেন: এরা ক্যামনে করে? আমার একটারে পটাইতে টানা ২ বছর লাগছে। বিয়াতে রাজী করাইতে আরও এক বছর
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
নাছিম আহম্মেদ বলেছেন: সত্যি তাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
ভিটামিন এ বলেছেন: আমাদের অধিকাংশ তরুণদেরই আজ এই অবস্থা। দুঃখজনক।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
নাছিম আহম্মেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
তারেক বলেছেন: @ময়ূখ ভাইয়ের সাথে সহমত।
@দেখি তো পারি কিনা..... এদের দ্বারা অনেক মেয়ে কুপথে যাচ্ছে, - আপনার কথাটা ঠিক আছে।
তাহলে যেসব মেয়েরা এসব লম্পট ছেলেদেরকে চান্স দিচ্ছে , তাদের ব্যাপারে কি বলেন? কারন মেয়েরা সুযোগ না দিলে ছেলেরা কখনও চান্স পায় না , যা আপনার পোষ্টে উল্লেখিত কথোপোকোথনে দেয়া আছে।
কিছু খাইয়া ছাইড়া দিছি, আর কিছু
খাইতে দেয়া না দেইখা ব্রেক
কইরা দিছি। - যারা সুযোগ দিছে তাদের সাথে সে অনৈতিক কাজ করেছে , আর যারা সুযোগ দেয় নাই তাদের সাথে সে সর্ম্পক ছেড়ে দিয়েছে।
এখন জনগনের প্রশ্ন আপনার কাছে একটাই অনৈতিক কাজ যে সব ছেলেরা করে তারা লম্পট , আর যে সব মেয়েরা অনৈতিক কাজ করতে সুযোগ দেয় তারা কি?
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
তারেক বলেছেন: ১৯ নং কমেন্টে একটু সংশোধন আছে।৩য় প্যারাতে "যা আপনার পোষ্টে " এর পরির্বতে হবে "যা লেখকের পোষ্টে " হবে।
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
নাছিম আহম্মেদ বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান্ মতামতের জন্য।
আমি আপনার সাথে একমত।
তবে আমরা সবাই একটু সচেতন হওয়া উচিৎ
২২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
দেখি তো পারি কিনা..... বলেছেন: ্তারেক......তারেক ভাই আপনি যে দৃষ্টি কোন থেকে দেখার চেষ্টা করতেছেন, ঐ দৃষ্টি কোন টা আমি ও জোরালো ভাবে সমর্থন করি।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: না ভাই, এই তারুণ্য আমরা কেউই চাই নি। আপনার লেখায় কষ্ট পেলাম। আমিও অনেকরে এমনটা করতে দেখি। সমাজটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে।