নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওহে মনুষ্য জাতি!!!আপনাদেরকে বলছি একটু শুনুন।শুন হে মনুষ্য জাতি!!!তোমাদের মাগনা একটা উপদেশদিতেছি।।মাইন্ড কইরো না.........শীতার্থদের জন্য টাকা দিয়া কিছু করতে না পারলে তোমাদের আলমারি বা ওয়ারড্রবের ভিতরে পরে থাকা পুরাতন শীতবস্ত্র গুলা ওদের দান করে দাও।।

ওহে মনুষ্য জাতি!!!আপনাদেরকে বলছি একটু শুনুন।শুন হে মনুষ্য জাতি!!!তোমাদের মাগনা একটা উপদেশদিতেছি।।মাইন্ড কইরো না.........শীতার্থদের জন্য টাকা দিয়া কিছু করতে না পারলে তোমাদের আলমারি বা ওয়ারড্রবের ভিতরে পরে থাকা পুরাতন শীতবস্ত্র গুলা ওদের দান করে দাও।।

নাছিম আহম্মেদ

নাছিম আহম্মেদ › বিস্তারিত পোস্টঃ

জাতির বিবেকের কাছে কিছু প্রশ্ন ?

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

১.

পরিমল জয়ধর এখন কোথায়?

তারমামলাটা কী অবস্থায় আছে?

কয় বছরসাজা হয়েছে তার?



২.

ঝালকাঠির লিমন হোসেনের মামলা কি এখনও আছে?

সে কেমন আছে, কোথায় আছে?



৩.

আমিনবাজারে ছয় ছাত্রের হত্যাকারীদের

খবর কী?

কেউ কি গ্রেপ্তার হয়েছিল?

মামলাটা কী অবস্থায় আছে?



৪.

কেমন আছে মেঘ সারোয়ার?

সাগর-রুনি হত্যা মামলাটা বেঁচে আছে? সাহারার

আটচল্লিশ ঘণ্টা পার হয়েছে? সাগর-রুনির হত্যার

বিচারের দাবিতে শুরু হওয়া সাংবাদিকদের

আন্দোলন কী অবস্থায় আছে?



৫. ­পুলিশের উপস্থিতিতে নোয়াখালী/­ লক্ষ্মীপুরে প্রকাশ্য গণপিটুনিতে শামসুদ্দিন হত্যায়

কেউ কি শাস্তি পেয়েছিল?



৬.

পুরান ঢাকার ভস্মীভূত

এলাকা নিমতলি থেকে রাসায়নিক দ্রব্যের

গুদামগুলো সরানো হয়েছে?



৭.

চাঁপা রানিকে মোটর সাইকেল-

চাপা দিয়ে হত্যা করা বখাটেরা কই আছে?

মামলাটার কী খবর?



৮.

কেমন আছেন কানিজ আলমাস খান?

কেমন চলছে তার ব্যবসাপাতি?

এখন কে কে আসেন তার ওখানে 'সেবা' নিতে?



৯.

কী শাস্তি হয়েছে তারেক মাসুদের

হত্যাকারী বাসচালক কিংবা মিরসরাইয়ে অর্ধশত ছাত্রছাত্রীর হত্যাকারী ট্রাকচালকের?



১০.

তাজরিন গার্মেন্টেসের অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে তদন্ত

কমিটি, কে বা কারা করেছিল সেই পরিকল্পনা?

গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার করা হয়নি কেন?

কী অবস্থায় আছে ঘটনাটা?



১১.

বহদ্দারহাট উড়ালসেতুর প্রকৌশলীদের বা ঠিকাদার প্রতিষ্ঠানের কাউকে গ্রেপ্তার করা হয়েছে?

সর্বশেষ কী খবর ঐ ঘটনার?



১২.

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাবা-

মাকে হত্যা করা গুলশানের সেই বখাটেদ্বয়ের খবর কী?



১৩.

কী খবর পরকীয়ার স্বার্থে নিজের

শিশুপুত্রকে হত্যা করা আদাবরের সেই মায়ের?



১৪.

সেনাসদস্য মার্টিন সরকারকে খুন করা স্ত্রী- কন্যারা কই আছে এখন?

বিচার-টিচার কিছু হয়েছিল?



১৫.

কেমন আছে আবদুল কাদের?

কোথায় আছে কাদেরকে কোপানো ওসি?

কী শাস্তি হয়েছে ওসির?



১৬.

বিশ্বজিত্-হত্যা মামলারই বা সর্বশেষ খবর কী?



ইশু আসে, ইশু যায়।

একেক ইশু ভেসে যায় আরেক ইশুর হিশুর স্রোতে।

এক সপ্তাহের বেশি বাঁচে না কোনো ইশু,

আমরা সব ভুলে যাই সোনামাছের মতো।

পুরোনো ইশু নিয়ে প্রতিবেদন

দিলে কাটতি বাড়ে না বলে গণমাধ্যমও বাদ দিয়ে দেয় ফলোআপ, পাবলিকও চুপচাপ।



সৌজন্যে :

নাছিম আহম্মেদ ( বাবু )

রামগঞ্জ,

লক্ষীপুর।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

রুপকথার গল্প বলেছেন: চমৎকার, চালিয়ে যান।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

আব্দুর রহ্‌মান বলেছেন: জাতি জানতে চায়

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

নাছিম আহম্মেদ বলেছেন: thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.