![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল রাতে রাজধানীর মিরপুরে ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষন এর পর হত্যা করা হয়েছে।
মেয়েটির মা জানায় বিকালে মেয়েটি খেলতে গেলে আর বাসায় ফিরে আসেনা।
পরে নিকটস্থ বস্তি থেকে তার লাশ
উদ্বার করা হয়।
বুঝতাছানি গত এক সপ্তাহে তিনটা ধর্ষনের ঘটনা ঘটল ,
দেশে কিন্তু সবাই নির্মম ভাবে চুপ। কোথায় এখন আমাদের নারীবাদি মানবতাবাদীরা নাকি তারা আমাদের
মৃত মিডিয়ার কুলখানিতে গেছে।
যেখানে আমার দেশের মিডিয়া আর চুশীলেরা ভারতে গনধর্ষনের ঘটনায় ঘন্টায় ঘন্টায় আপডেট দিত।
সেখানে নিজের দেশে পরপর তিনটা ঘটনা ঘটল অথচ কেউ কিছু বলছে।
নাকি দাদাদের মত লুইচ্চাগো দেশে পরিনিত
হলে আমার দেশটা তারপর তাদের মুখ খুলবে???
সেই সাথে আমি সেসব নারীবাদী মানুষদের জিজ্ঞাস করতে চাই, যারা বাংলাদেশে থেকেও ভারতের ঐ মেয়ের জন্য তাদের আপডেট স্ট্যাটাস উলট পালট করেছেন তারা কি এখন করছেন??
করবেন কেন??
আমরা তো বাঙালি ঠিকই। আমাদের
দেহে তো দালালের রক্ত বয়ে চলতেছে। নিজের দেশের খবর নাই।
নিজের দেশেরই তিন তিনটা মেয়ে তাদের ইজ্জত আর জীবন দুটাই হারালও
আর আমরা অন্য দেশের জন্য কাঁদি।
থু-থু মারি আমাদের এমন বিবেক কে।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
নাছিম আহম্মেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
ভিটামিন এ বলেছেন: ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড হওয়া উচিত।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: আমি নির্বাক!
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
নাছিম আহম্মেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে নাজিম ভাই
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
নাছিম আহম্মেদ বলেছেন: ভিটামিন আমিও আপনার সাথে একমত।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
নীল_১৭ বলেছেন: বাংলাদেশে কি হল না হল তা দিয়ে কি দরকার বলেন?? ভারতইতো সব..তাইনা??
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
নাছিম আহম্মেদ বলেছেন: তাইতো মনে হয়
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
পরিবেশ বন্ধু বলেছেন: এরা ভারতের ছিট মহল
দেশে শুধু জানুযারিতে ২০।২৫ টির উপর এ ধরনের গঠনা গটতে দেখা
গেছে ,
বিশ্বে সাইবার যুদ্ধ চলছে ।
এরা গেরিলা বাহিনির মত খুবই হিংশ্র
যখন এরা কোন অঞ্চল বা দেশে অবস্থান নেয়
এরা নারি শিশু বা বাধা দান কারি মানুষ কে নির্মম ভাবে মধ্যযুগীয়
কায়দায় বর্বর ভাবে হত্তা করে ।
এ ধরনের অমানবিক কর্ম থেকে দেশকে বাঁচাতে এক্যবদ্ধ হয়ে
প্রতিরোধ গড়ে তুলুন ।