![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১) কোন রুমে প্রবেশের পর
আপনি ভুলে গেলেন কি কারনে বা কি নিতে রুমে প্রবেশ করেছেন, তারপর বেরিয়ে গেলেন ও মনে করার চেষ্টা করলেন।
(২) ছোটবেলায় ছবি আঁকার সময়
সূর্যটা কাগজের এক কোণায়/একদম
মাঝে আঁকতেন।
(৩) বৈদ্যুতিক বাতির সুইচ অন ও অফ এর মধ্যবর্তী অবস্থানে রাখার
চেষ্টা করতেন যখন বাতিটি জ্বালানো ছিল
অথবা নিভানো ছিল।
(৪) ফ্রিজের দরজা ধীরে ধীরে বন্ধ করতেন এটা দেখার জন্য ফ্রিজের বাতি কখন নিভে যায়।
(৫) পড়তে বসলে আপনি মনের অজান্তেই হারিয়ে যান চিন্তা ভাবনা ও কল্পনার জগতে।
(৬) সকালে ঘুম ভাঙ্গার পর দেখলেন আপনার হাতে আরও কিছু সময় আছে ঘুমানোর জন্য। আপনি আবার ঘুমালেন এবং ঘুম ভাঙ্গার পর ভাবলেন আপনি ৫ মিনিটের মত ঘুমিয়েছেন কিন্তু
ঘড়ির দিকে তাকাতেই বুঝতে পারলেন ১ ঘন্টা পার হয়ে গেছে।
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
আট আনা বলেছেন: ১ নম্বর বাদে সবগুলান কমন পর্ছে
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১
টুং টাং বলেছেন: :#> :#> :#>
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
দি সুফি বলেছেন: ২ বাদে বাকিগুলা কমন পরছে। ৮৩% নাম্বার পাইছি
১ নাম্বারতো প্রতিদিন ঘটতেই আছে
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
*কুনোব্যাঙ* বলেছেন: ৩ আর ৪ এর কথা নতুন করে মনে পড়ে গেল। আপন মনেই হাসছি।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭
নাছিম আহম্মেদ বলেছেন: ধন্যবাদ
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯
নাছিম আহম্মেদ বলেছেন: আমার ওইসব খুব মনে পড়ে আজ নিজে নিজে হাসি।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
ফ্রিঞ্জ বলেছেন: হ হ ! মিলসে তো! আপনি তো ভাই ম্যাজিক জানেন!