নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওহে মনুষ্য জাতি!!!আপনাদেরকে বলছি একটু শুনুন।শুন হে মনুষ্য জাতি!!!তোমাদের মাগনা একটা উপদেশদিতেছি।।মাইন্ড কইরো না.........শীতার্থদের জন্য টাকা দিয়া কিছু করতে না পারলে তোমাদের আলমারি বা ওয়ারড্রবের ভিতরে পরে থাকা পুরাতন শীতবস্ত্র গুলা ওদের দান করে দাও।।

ওহে মনুষ্য জাতি!!!আপনাদেরকে বলছি একটু শুনুন।শুন হে মনুষ্য জাতি!!!তোমাদের মাগনা একটা উপদেশদিতেছি।।মাইন্ড কইরো না.........শীতার্থদের জন্য টাকা দিয়া কিছু করতে না পারলে তোমাদের আলমারি বা ওয়ারড্রবের ভিতরে পরে থাকা পুরাতন শীতবস্ত্র গুলা ওদের দান করে দাও।।

নাছিম আহম্মেদ

নাছিম আহম্মেদ › বিস্তারিত পোস্টঃ

জানতে চান কেন এই যৌনতা ? কী তার উৎস ? কী তার ফলাফল ও পরিত্রাণ ?

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

টিভি ভর্তি যৌনতা ?



উহা তো সিনেমা !





কাগজ ভর্তি যৌনতা ?



উহা তো কবিতা !





ক্যাসেট ভর্তি যৌনতা ?



উহা তো সঙ্গীত !





বিলবোর্ড ভর্তি যৌনতা ?



উহা তো বিজ্ঞাপন !





ক্যানভাস ভর্তি যৌনতা ?



উহা তো পেইন্টিং !





পাথর ভর্তি যৌনতা ?



উহা তো ভাস্কর্য !





সমগ্র পৃথিবীর খাঁজে-ভাঁজে মাংসে-অংশে পাহাড়ে-নহরে উদ্যানে-বিদ্বানে যৌনতা ?



উহা যে শিল্প,



উহা যে আর্ট,



উহা যে আর্টেরই পার্ট !













ফল:->>



বাসে ধর্ষণ-

বাসায় ধর্ষণ,



রেলে ধর্ষণ-

রেল স্টেশনে ধর্ষণ,



খেলায় ধর্ষণ-

মেলায় ধর্ষণ,



মাঠে ধর্ষণ-

পাঠশালায় ধর্ষণ-



ক্ষেতে ধর্ষণ-

খামারে ধর্ষণ,



গাঁয়ে ধর্ষণ-

শহরে ধর্ষণ,



কিশোরী ধর্ষণ-

তরুনী ধর্ষণ,



মধ্যা ধর্ষণ-

বৃদ্ধা ধর্ষণ,



কোচিংয়ের নামে ধর্ষণ-

পড়ানোর নামে ধর্ষণ,



রাজনীতির নামে ধর্ষণ-

নেত্রী বানানোর নামে ধর্ষণ,



মডেলিংয়ের নামে ধর্ষণ-

অভিনয়ের নামে ধর্ষণ….









পরিত্রাণ:->>



আল্লাহ বলেন- মানুষের হাতের

কর্মফলে, জলে ও স্থলে ফাসাদ দেখা দিয়েছে।



আর এটা এজন্য, যেন তারা নিজ কৃতকর্মের সামান্য ফল ভোগ করে।



আশা করা যায় যে তারা ফিরে আসবে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

নীলতিমি বলেছেন: /:) /:)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

মুমাইন বলেছেন: এই যৌনতার গতিবেগ কত?

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

শরতের আকাশ বলেছেন: ভালো লিখেছেন ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

আকাশ মাহমুদ০০৭ বলেছেন: ২২ বার ধর্ষণ

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

নাছিম আহম্মেদ বলেছেন: ধন্যবাদ আকাশ ভাই

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

নাছিম আহম্মেদ বলেছেন: গতি আনলিমিটেড মুমাইন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.