নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওহে মনুষ্য জাতি!!!আপনাদেরকে বলছি একটু শুনুন।শুন হে মনুষ্য জাতি!!!তোমাদের মাগনা একটা উপদেশদিতেছি।।মাইন্ড কইরো না.........শীতার্থদের জন্য টাকা দিয়া কিছু করতে না পারলে তোমাদের আলমারি বা ওয়ারড্রবের ভিতরে পরে থাকা পুরাতন শীতবস্ত্র গুলা ওদের দান করে দাও।।

ওহে মনুষ্য জাতি!!!আপনাদেরকে বলছি একটু শুনুন।শুন হে মনুষ্য জাতি!!!তোমাদের মাগনা একটা উপদেশদিতেছি।।মাইন্ড কইরো না.........শীতার্থদের জন্য টাকা দিয়া কিছু করতে না পারলে তোমাদের আলমারি বা ওয়ারড্রবের ভিতরে পরে থাকা পুরাতন শীতবস্ত্র গুলা ওদের দান করে দাও।।

নাছিম আহম্মেদ

নাছিম আহম্মেদ › বিস্তারিত পোস্টঃ

বর্তমান মোবাইল সিম কোম্পানির সস্তা রসিকতা আর অকেজো জ্ঞান মূলক বিজ্ঞাপনগুলো দারুন বিরক্ত লাগছে ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

◘ বর্তমান মোবাইল সিম কোম্পানির সস্তা রসিকতা আর অকেজো জ্ঞান মূলক বিজ্ঞাপনগুলো দারুন বিরক্ত লাগছে ।

একমাত্র এদেশটা বাংলাদেশ বলেই এমন অদ্ভুত বিজ্ঞাপন টিভিতে দেখতে পাই।

যুদ্ধের সময় স্মার্ট ফোনের ব্যাবহার আর মোবাইল ফোনে জ্ঞানদান সত্যিই হাস্যকর ।



ঘটনা যদি এমন হত স্বামী সেনাবাহিনীর সৈন্য আর মোবাইলে যে জ্ঞান দান করা যায় সেটা ফ্রি তে দেওয়া যায় তাহলে একটা সামঞ্জস্যতা ছিল ।

আরেকটা বিরক্তকর ব্যাপার হচ্ছে , সব কোম্পানিই বলছে , প্রতি ১০ সেকেন্ডে ১০ থেকে ১২ পয়সায় কথা বলা যায় ।



প্রশ্ন হল - তাহলে ৬০ সেকেন্ড অর্থাৎ এক মিনিটের কল রেট কত পড়ে ?



ব্যাপারটা এমন হয়ে গেল যে - যেই লাউ , সেই কদু ।



জাতি হিসাবে আমরাতো এমনিতেই বোকা , আর কতো বোকা হব !!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

নিশ্চুপ শরিফ বলেছেন: জাতি হিসাবে আমরা বোকা না তবে যারা বানায় তারা যে ভুদ**** সেই বিষয়ে কোন সন্দেহ নাই। আর আমার কাছে দুনিয়ার বেশির ভাগ অ্যাড নির্মাতা কেই তাই মনে হয়।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৩

নাছিম আহম্মেদ বলেছেন: thanks

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

কৃষ্ণবিবর বলেছেন: ১০ সেকেন্ডে ১০ পয়সা শুইন্যা যেই ভুদাই ধরা খায় তারে বেকুব বানানি লিগেল আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.