![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজ দেহ কুলশিত হওয়ার একটা অন্যতম দিক হলো দেরিতে বিয়ে(Late marriage)। সমাজের একটা প্রচলিত ধারণা শিক্ষিত ছেলে মেয়েদেরকে পড়া লেখা শেষ করে প্রতিষ্টিত হওয়ার পর বিয়ে করতে হবে। এতে বিয়ের বয়স পার হয়ে গেলেও সমস্যা নেই! প্রতিষ্টিত হতেই হবে আবার মেয়ের বাবাদের প্রতিষ্টিত জামাতা পেতেই হবে। এক্ষেত্রে কোনো ছাড় হবে না যেন!! আর বিয়ের আগে যা পার তা কর তাও কোন সমস্যা নেই। বিয়ের বিষয়ে ইসলাম কী বলে? ছেলে মেয়েদের বিয়ের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দেয়াই তো ইসলামের রীতি। আবার আর একটা ধারণা হল বিয়ে হলেই মনে হয় বুড়িয়ে গেলো! কয়দিন আগে এক মেজর ( অবঃ) আমাকে বলল তুমি বিয়ে করে ফেলেছ? আমি ভেবেছিলাম তুমি এ্যায়াং ম্যান। আমি উত্তরে বললাম হ্যাঁ আমি এখনো এ্যায়াং ম্যান। আমাদের এই ধারণাটা পরিবর্তণ করতে পারলে সমাজটা আরো সুন্দর হত। অনেক পাপ কমে যেত। এবং ছেলে মেয়েরা শান্ত মনে প্রশান্তচিত্তে থেকে প্রতিষ্টিত হতে পারত।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯
বারিধারা বলেছেন: একটা ছেলের প্রতিষ্ঠিত হতে ২৫/২৬ বছরের বেশি তো লাগেনা, কিন্তু এই বয়সী কারো হাতে কোন বাবা কি তার আদরের ধনকে তুলে দেবে? ছেলের ন্যুনতম কিছু যোগ্যতা তো থাকতে হবে একটি মেয়ের চাহিদা পূরণের!
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে বিয়ে এখন মনে হয় সমাজে ফ্যাশন হয়ে গেছে!
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
ভাললাগে না বলেছেন: এখন বিয়ে হয় ছেলের ক্যারিয়ারের সাথে মেয়ের সৈন্দর্যের,২টি পরিবার কিংবা ২জন মানুষের না।