নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোরশেদুল আজাদ পলাশ

www.facebook.com/palash43

মোরশেদুল আজাদ পলাশ › বিস্তারিত পোস্টঃ

পুলিশের কিছু ভিডিও সর্ম্পকে জিজ্ঞাসা

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

সম্মানিত ব্লগারবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আজ অনেক দিন পর লিখতে বসলাম।



গত কয়েকদিন থেকে অনেকের মোবাইলে ২টি ভিডিও দেখলাম।

১ম ভিডিওটিতে একজনকে পুলিশ সরাসরি গুলি করতেছে এবং ২য় ভিডিওটিতে আহত একজন ফ্লাইওভারে শুয়ে কাতরাচ্ছে।



এগুলো কী সত্যি? ভিডিও দেখে আমার মনে হয়েছে এগুলো অভিনয় এবং ছাগুদের বানানো। কিন্তু সাধারন মানুষ এগুলো সত্যি মনে করছে। কয়েকদিন আগে আমি শুনেছি জামাত-শিবিররা নাকি এইরকম একটি নাটক বানিয়ে ইন্টারনেটে ছাড়িয়ে দিয়েছে। এই নাটকের লিংক কারও কাছে থাকলে প্লিজ দিবেন।

সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

শোয়াইব আহেমদ বলেছেন: অন্য গুলোর কথা জানিনা তবে এই ভিডিওটা দেখে অনেক খারাপ লেগেছে। যদিও পেজটা একটা ছাগু পেজ তবে ভিডিওটা রিয়েল। Click This Link

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

নাহিদ সৈকত বলেছেন: আমি এমন ৩ টা ভিডিও দেখেছি যেগুলোতে পুলিশ বিনা কারণে মানুষের উপর গুলি চালিয়েছে। এটা দুঃখ জনক বল্লে কম বলা হবে, এটা বর্বরতা। মনে রাখতে হবে পুলিশ(যদিও এরা পুলিশ কিনা সন্দেহ আছে) আইনের উর্ধে নয়।

৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ১০০ জনের কাছা কাছি মরেছে তাহা অভিনয় আচিলোওওওওও তাইলে


সাথে মনে হয় ৭ টা পুলিশ ও ৪-৬ জন সাধারনা মানুষ ছিল

আল্লাহ ৬ জন সাধারন মানুষ কে বাচাইছে -- ঐগুলা মরলে মরুন গিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.