![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতে ইসলামের চেয়ারম্যান আল্লামা শফি সাহেবের কয়েকটি বই থেকে কিছু বাক্য নিচে দেয়া হলো
১। ভিত্তিহীন প্রশ্নাবলীর মূলৎপাটন- অনুবাদ আল্লামা শফী
‘‘ আল্লাহ পাক মিথ্যা কথা বলার ক্ষমতা রাখেন কিন্তু বলেন না। আল্লাহ পাক ওয়াদা খেলাফ করার ক্ষমতা রাখেন কিন্তু রাখেন না”
২। ত্বাকভিয়াতুল ঈমান- পৃষ্ঠা ৬১
‘‘নবী হযরত মুহাম্মদ (সঃ) আমাদের বড় ভাইয়ের মত, উনাকে বড় ভাইয়ের মতো সম্মান কর, এর বেশী নয়।”(নাউযুবিল্লাহ)
“নবীর মর্যাদা উম্মতের মধ্যে আমাদের গ্রামের চৌধুরী ও জমিদারের মতো।” (নাউযুবিল্লাহ)
আমাদের সকল নবীপ্রেমিক উম্মতে মোহাম্মদীকে এই ভন্ড, প্রতারকের কাছ থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ পাক এই ভন্ড হেফাজতে ইসলামের কাছ থেকে হেফাজতে রাখুন। আমিন।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: ব্যরিষ্টার তানিয়া আমিরে এই উক্তিগুলোর ব্যাপারে হাইকোর্টে মামলা করেছেন।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫
জামিনদার বলেছেন: তোমার নবীরে যখন নাস্তিকরা গালি দেয় তখন তুমি কোথায় থাক?? ছাগল
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: আমার নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নাস্তিক, আস্তিক মওদুদী, আস্তিক আহমদ শফী যখনই গালি দেয় সাথে সাথে আমার ক্ষমতানুসারে প্রতিবাদ করি।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
কায়সার আহমেদ কায়েস বলেছেন: জামিনদার বলেছেন: তোমার নবীরে যখন নাস্তিকরা গালি দেয় তখন তুমি কোথায় থাক??
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: আমার নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নাস্তিক, আস্তিক মওদুদী, আস্তিক আহমদ শফী যখনই গালি দেয় সাথে সাথে আমার ক্ষমতানুসারে প্রতিবাদ করি।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪
জাহিদ ২০১০ বলেছেন:
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: নতুন ধর্ম নতুন ইসলাম---হেফাজতে ইসলাম
মাওলানা শফী একটা ভন্ড, প্রতারক।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
জানপরী বলেছেন: আহারে নবীজির প্রেমে লেখকের চোখে পানি চলে এসেছে। কেউ তাড়াতাড়ি তেনা (ছেঁড়া গামছা) নিয়ে আয়।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: আমার নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নাস্তিক, আস্তিক মওদুদী, আস্তিক আহমদ শফী যখনই গালি দেয় সাথে সাথে আমার ক্ষমতানুসারে প্রতিবাদ করি।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
আদরসারািদন বলেছেন: এই সব পুষ্টের জন্য কত টাকা দালালি নেসরে ভাই...? লিংক তো দিলিনা!
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: ব্যরিষ্টার তানিয়া আমিরে এই উক্তিগুলোর ব্যাপারে হাইকোর্টে মামলা করেছেন।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
সত্যচারী বলেছেন: বর্তমান পরিস্তিতিটা এমন যে, ছাগুরা সব পঙ্গপালের মতো ঘুরে। গদাম খাওয়া পুরান ছাগুরাও এখন খুব এক্টিভ।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: ছাগুরা এখন হেফাজতি ইসলামে রূপান্তরিত ইইছে।
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
বাংলার হাসান বলেছেন: লেখক বলেছেন: ব্যরিষ্টার তানিয়া আমিরে এই উক্তিগুলোর ব্যাপারে হাইকোর্টে মামলা করেছেন। কিন্তু এত বড় একটা নিউজ পত্রিকায় এলো না। কাহীনিতে কিসের যেন গন্ধ আছে।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: আমি টিভিতে তানিয়া আমিরের সাক্ষাৎকার দেখছি।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন:
১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
নষ্ট ছেলে বলেছেন: বাংলাদেশের কয়েকজন ভাল আলেমের (জীবিত) নাম বলেন?
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: আমি তো অনেকের নাম জানি। যেমন শোলাকিয়ার ইমাম সাহেব,
শাহেবজাদা হযরত হুছাম উদ্দিন সাহেব ইত্যাদি।
আপনি কয়েকজনের নাম বলুনতো?
১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫
বিডি আমিনুর বলেছেন: ফটোশপের কাজ ও তো পারনা।
সময় থাকতে ভণ্ডামি বাদ দে ।
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: তুমি এখানে ফটোশপের কি কাজ দেখলা? তানিয়া আমির কেসটা করে নিক, তারপর দেখবো তুমরা কই যাও?
১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮
টিনের বাড়ী বলেছেন: নাংগা কইরা দিলেন । যার আকল আছে সে বুঝবে । ইব্লিশকে দলিল দিলেও সে সত্যি মানেনা ।
এর পরেও কি আহাম্মক শফিকে কাফির বলা যাবেনা ?
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: আপনি ঠিক বলেচছন। প্রথমে বলল স্ক্রিনশট দেবার জন্য। দিলাম। এখন বলে ফটোশপের কাজ।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩
হুমায়ুন তোরাব বলেছেন: taniya amir modina sonod shikhaytasilo se din.
iShar namaj koto rakat jigaile parbo kina amar sondeho ase.
masud saheb je jmb er Sathe jorito silo ta bdhy janen na.
uni bangladesh ulamaye Chu er ek jon member.
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
লেজ কাটা শেয়াল বলেছেন: Rajib bolce 'mohammok'. Ekhane ekjn blce 'ahammok'! Print
Scrin nie rakhlam..
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
কয়েস সামী বলেছেন: @ পলাশ: উপরের মন্তব্যে পলাশ কি বুজাতে চাইলেন বুঝলাম না। বইয়ের লেখাগুলা পড়লাম কিন্তু বুঝিয়ে দিলে ভাল হবে।
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
কয়েস সামী বলেছেন: বইটা কোথায় পাওয়া যাবে? পড়ে দেখতাম।
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১২
vorer pakhi বলেছেন: মাজারপন্হী দরবারপন্হীগুলা খেপছে লাগামহীন ।নতুন উদ্দমে শুরু করছে প্রপাগান্ডা ।
১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
নষ্ট ছেলে বলেছেন: শোলাকিয়ার ইমামরে কন শফি হুজুরের সমালোচনা করতে। উনার মাদ্রাসার ছাত্ররাই উনার মাদ্রাসা থাইকা বাইর করব। লং মার্চের পর ফরিদ উদ্দিন মাসউদ চুপ হইয়া গেছে কেনু?
১৯| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
লেজ কাটা শেয়াল বলেছেন: Aj naki sunnira o nastik blogarder bicarer dabite ctg laldigi mathe somabes dakce!
২০| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
লেজ কাটা শেয়াল বলেছেন: Aj naki sunnira o nastik blogarder bicarer dabite ctg laldigi mathe somabes dakce!
২১| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
ashik বলেছেন: কারাগারে মাহমুদুর রহমান প্রতিদিন তিনবেলা করে আমরণ অনশন করছে। তার অনশন ভাঙাতে একেকজন একেক খাবার নিয়ে আসছেন।
সাইদি এসেছেন লৈট্টা ফিশের ছালুন নিয়ে -- 'নাও মাহমুদ, খাও! খাওয়া চলবে, অনশন চলবে, মেশিন চলবে! না খেলে মেশিনে চলবে কী করে?'
গোলাম আজম এসেছেন আমের আচার নিয়ে -- 'খেয়ে নে দাদুভাই! আমি আমের আচারের জন্য অনশনে গিয়েছিলাম। তুইও নিশ্চয়ই আচারের জন্য অনশন করছিস, তাই না?'
এরশাদ এসেছেন পানির গ্যালন নিয়ে -- 'সুঠাম দেহের জন্য পানি খেতে হবে। নইলে যুবতীরা তোমার দিকে তাকাবে না। আমি হেফাজতকে পানি খাইয়েছি। তোমাকেও পানি খাওয়াব। পানি খেতে না চাইলে পানীয় খাওয়াব!'
বাঁশের কেল্লা পেজের অ্যাডমিনেরা গেল কাঁঠালপাতা নিয়ে -- 'স্যার, এ সময়ে আপনার পুষ্টিকর খাবার দরকার। শাক-শবজি দরকার। এ জালেম সরকার আপনাকে শবজি দিচ্ছে না। এ বিষয়ে আমরা পেজে পোস্ট দেব। দেখুন, ছাত্রীসংস্থার বোনেরা আপনার জন্যে কাঁঠালশাক রেঁধে পাঠিয়েছে, টিয়াপাখি-ময়নাপাখির ডিম ভেজে পাঠিয়েছে। কাঁঠালশাক খান, অনশন ভাঙুন!'
কারাপ্রকোষ্ঠে থমথমে অবস্থা! মাহমুদ শেষ পর্যন্ত কার খাবার খাবে? কার খাবার খেয়ে মাহমুদ তার অনশন ভাঙবে?
সকল নীরবতা ভেঙে মাহমুদ বলে উঠল, 'ওরে হারামিরা! আমি এসবের কিছুই খাব না! তোরা আমাকে সাকার কাছে নিয়ে যা! আমি সাকা ভাইয়ার সাথে এক সেলে থাকব!
-Akhtaruzzaman Azad-
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
আদরসারািদন বলেছেন: বই গুলোর লিংক দেন ভাই।