নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমম!!! ভাবছি......

ময়না

ঃঃঃঃঃঃঃঃঃঃঃ

ময়না › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সিলেট... ২।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১

প্রথমেই আজ দেখব উতমা ছড়া। এটা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। সবাই বিছানাকান্দির কথা বলে কিন্তু এখানকার পরিবেশ বিছানাকান্দির চেয়ে ভালো।

এরপর চলেন যাই লালাখাল। পানির নাকি রং নাই!

লালা খালের পানি থেকে উঠে চলুন যাই জাফলং।

এবার আসেন সিলেট শহরের মধ্যে, শালবন।
ধুর!!! ছবি আপলোড হয় না, বলে ম্যাক্সিমাম আপলোড.।.।.।
পরের বার ইনশাআল্লাহ.।.।.
আমার দেখা সিলেট...১

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

মেহরাব হাসান খান বলেছেন: যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। সময় থাকলে টাকা নাই, টাকা থাকলে সময় নাই!

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

ময়না বলেছেন: যা বলেছেন ভাই.।.। :) :D :((

২| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

মা.হাসান বলেছেন: আবার যখন টাকা সময় দুইই বের করলাম তখন আসলো জ্বর :(

কয়েকটা ছবিতে পানির পরিমান যা দেখলাম তাতে আশাবাদি, আমার মতো সাতার না জানা লোকের জন্য ভালো।

ছবি যদি মূল সাইজে রাখেন তবে সমস্যা, ১০ মেগা বাইটের বেশি আপলোড করা যায় না, ৪-৫টা ছবিতে ১০ মেগাবাইট হয়ে যায় (তেমন ক্যামেরা হলে একটাতেই ১০ মেগা বাইট বা বেশি হবে) । বিভিন্ন টুল বা ওয়েব সাইট আছে যার মাধ্যমে কোয়ালিটি তেমন একটা না কমিয়েই ছবির সাইজ ছোট করা যায়। গুগুলে যেয়ে কমপ্রেস ইমেজ অনলাইন লিখে সার্চ দিলেই কিছু সাইট খুঁজে পাবেন।

পোস্ট সুন্দর হয়েছে। আরো ভালো হয় যদি কি ভাবে গেলেন, কত সময় লাগলো এগুলোও অ্যাড করে দিনে পারেন।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

ময়না বলেছেন: ধন্যবাদ, আপনার পরামর্শের জন্য।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

করুণাধারা বলেছেন: খুব ভালো লেগেছে ছবিগুলো। এসব জায়গায় আমি অনেক গিয়েছি, এমনি এমনি... তাই ছবি দেখে নস্টালজিক হয়ে গেলাম।

ছবিগুলো পরপর এসে প্রথম পাতা থেকে অনেকগুলো পোস্ট হটিয়ে দিয়েছে। যাদের পোস্ট এই ছবির কারণে তাড়াতাড়ি চলে যায়, তাদের এটা খারাপ লাগে। আপনি একটি ছবি দিয়ে কিছুটা লিখে দিলে একটা পোস্ট এভাবে প্রথম পাতায় জায়গা জুড়ে থাকে না।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

ময়না বলেছেন: ইশশ!!! দুঃখিত, এটা আসলে ভেবে দেখিনি। ধন্যবাদ আপনাকে।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: লালা খালটা বেশ অদ্ভুত।

ছবি কম হয়ে গেছে আরও কিছু ছবি দিলে ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.