নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমম!!! ভাবছি......

ময়না

ঃঃঃঃঃঃঃঃঃঃঃ

ময়না › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সিলেট...৩।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

যত দেখি, মন ভরে না। মনে হয় আবার যাই!!!!
গত দুটি পর্বে বেশি ছবি দিতে পারিনি, এবার দেখা যাক।

শুরুতেই সিলেট শহরের মধ্যেঃ টিলাগড় ইকো পার্কঃ

শহরের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক সুন্দর পরিবেশ কল্পনা করা যায়?
সিলেটের চা বাগান অনেক সুন্দর। সময়ের সাথে তাল মিলিয়ে এর সৌন্দর্য যেন বেড়েই চলেছে। সেই ১৮৬৭ সাল থেকেঃ লাক্কাতুরা চা বাগান।
এরপর শহর থেকে একটু দূরেঃ খাদিমনগর জাতীয় উদ্যান।
এরপর আর একটু দূরেঃ রাতারগুল
আমার দেখা সিলেট... ২

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো কেমন ফ্যাকাশে লাগছে। ঝকমক করছে না।

২| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

মা.হাসান বলেছেন: খাদিম নগর দেখা হয় নি। রাতারগুলে যাবার বড় কষ্ট, কিন্তু ভালো সময়ে গেলে কষ্ট পুষিয়ে যায়। অনেক ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১০

ময়না বলেছেন: এখন একদম ঝকঝকে রাস্তা, নো ঝাঁকুনি.।.।.।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
খুব বেশি দিন পূর্বের ছবি বলে মনে হচ্ছে না। ঢাকা থেকে আসার পর শুনলাম সিলেটের ইকো পার্কের নাকি সংস্কার হয়েছে । অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে দিনের বেলা সময় করতে না পারলেও অক্টবরের মাঝামাঝি সময়ের এক রাতে বন্ধুরা মিলেঘুরে এসেছি । হ্যা, সংস্কার হয়েছে কিছুটা বটে, তবে আশানুযায়ী তেমনটা পায়নি সিলেটবাসি। রাত ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে অনেক সমস্যা ধরতে পারলাম। ভাবছিলাম ইটা নিয়ে একটা ব্লগ পোস্ট লেখব কিন্তু সময় সঙ্গ দিচ্ছে না ।


ছবি ব্লগ মোটামুটি ভালো হয়েছে । শখের বসে ছবি তুলেন বলেই অনেকের কাছ থেকে বেঁচে যাচ্ছেন, নতুবা প্রফেশনাল ফটোগ্রাফার হলে রোকক্ষ পেতেন না ;) অবশ্য ফটোগ্রাফার হলে এরকম ছবি ব্লগের পরিবর্তে আরো ভালো মানের ছবি ব্লগ পেতাম ।

আপনি ব্লগার সাদা মনের মানুষ, কাজী ফাতেমা ছবি, পাগলা জগাই'র ব্লগ ঘুরে আসতে পারেন ।
অনেক অনেক শুভকামনা থাকলো ।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: টাইপো মিস্টেক আছে ;)

৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

নাহার জেনি বলেছেন: ছবি ব্লগ আমার কাছে দারুণ লাগে। আরো ছবি ব্লগ চাই..চালিয়ে যান।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

মুক্তা নীল বলেছেন:
আপনার ছবি ব্লগ দেখে খুবই ভালো লাগছে। সিলেট
আমারও খুব প্রিয় শহর । লাক্কাতুরা যাওয়ার সময় ওই
পানি যাচ্ছে (ছরাটা)কি হাতের বাম দিকে পড়ে ?
এটা কি চৌকিদেখি'র একটু পরেই ।

০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

ময়না বলেছেন: জী, ঠিক ধরেছেন।

৭| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৩

নতুন নকিব বলেছেন:



দীর্ঘ দিন যাবত কিছুই লিখছেন না! কেমন আছেন? আমার ব্লগে ঘুরে এসেছেন বলেই আপনার ব্লগে আসতে পারা!

আবার লিখুন না কিছু!

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.