নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য কিছু করতে চাই

মোঃরাশেদুজ্জামান রাশেদ

ভালবাসি মাকে আর দেশটাকে। \nবিশ্বাস করি, \"সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।\"ধর্মভীরু তবে ধর্মান্ধ নই। দেশ আর মানুষের কল্যাণে ভালো কিছু করার স্বপ্ন দেখি আর চাই স্বপ্নের সফল বাস্তবায়ন।

মোঃরাশেদুজ্জামান রাশেদ › বিস্তারিত পোস্টঃ

আমার নিজের পরিবর্তন

১০ ই মে, ২০১৫ রাত ১১:১৪

ছোট বেলায় আমি খুব লাজুক প্রকৃতির ছিলাম। মেয়েদের কাছ থেকে একটু দূরে দূরে থাকতাম। মেয়েদের প্রতি কেমন যেন একটা এলার্জি ছিল আমার। সময়ের অগ্রগতির সাথে সাথে এই এলার্জি যে কই হাওয়া হয়ে যায় সেটা বুঝতেই পারিনি। শৈশব পার করে কৈশোরে পা রাখতেই ভালোবেসে ফেলি একটি মেয়েকে। নিজের মাঝে নতুন সব ভাবনার উদয় হয়। ভাবি একটা পরিবার নিয়ে ; ভাবি সুন্দর একটা জীবন নিয়ে এবং যেখানকার মানুষ গুলোকে নিয়ে। এসব ভাবনা যেমন এগুতে থাকে তেমনি এগুতে থাকে সময়ের বিবর্তনের এ ধারাও।

আজ আমি দাড়িয়ে কৈশোরের সমাপ্তকালে, যৌবনকে স্বাগতম জানানোর অপেক্ষায়। এখন আমার সেই পরিবার কেন্দ্রিক ভাবনা গুলোর বিবর্তিত হয়ে পরিণত হয়েছে সমাজ কেন্দ্রিক ভাবনায়। এখন কেন যেন বড় ইচ্ছা করে শুধু পরিবারই নয় দেশের পথে অনাহারে বসে থাকা শিশুটির জন্যও কিছু করতে। ইচ্ছা করে সমাজের মানুষের বানানো সকল শ্রেণীবৈষম্যের ভেদাভেদ ভুলে এক কাতারে সকলে হাতেহাত রেখে পাশে দাড়াতে। ইচ্ছা করে এমন একটা দেশ গড়তে যেখানে রাজনৈতিক বিদ্বেষ মনোভাব কারও মাঝে থাকবেনা, নারীর অবমাননা কখনো হবেনা, কোন মানুষ বিনা চিকিৎসায় টাকার অভাবে কিংবা ডাক্তারের অভাবে মরবেনা।

জানি আমার এ স্বপ্ন এবং ইচ্ছা ঘুমের মাঝে দেখা স্বপ্নের মতোই। কারন বাংলাদেশের মতো দেশে এতো কিছু বাস্তবায়ন আমার একার পক্ষে কখনোই সম্ভব নয়। আর আমি কোন কোন মহান ব্যাক্তিত্বও নয়, যে আমি বলব আর সেটা হয়ে যাবে। আমি তো কেবল একটা মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া বাবার সন্তান মাত্র। আমি কিই বা করতে পারি? তবে হ্যা, যেদিন আমার এই কন্ঠের সাথে হাজার হাজার কন্ঠস্বর মিলিতভাবে এই পরিবর্তনের স্বপ্ন দেখবে সেদিন আমাদের স্বপ্ন পূরন কেউ আটকাতে পাবরেনা ইনসাল্লাহ্। আর সেই দিন খুব দূরেনা খুব শীগ্রই আসবে বলে আশা রাখি।

আর বর্তমানে আমি আমার স্বপ্ন পূরণে পথে ছোট্ট একটা পদক্ষেপ নিয়েছি মাত্র। বর্তমানে আমি পৃথিবীর সব থেকে সন্মান জনক পেশা, চিকিৎসা পেশার একজন স্টুডেন্ট। বড় হয়ে মানুষকে বিনা টাকায় সেবা দিবো ইনসাল্লাহ্। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.