![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজে যা শিখি তা অন্যকে ও শেখাতে ইচ্ছে করে তাই লিখি। কম্পিউটার ও ইলেক্ট্রনিক্সের উপর এ আমার একটি ওয়েব সাইট আছে। এড্রেস হল http://www.jcaebd.com/। ভিজিট করার আমন্ত্রন রইল।
বছর খানেক আগে "বাংলা বানান পরীক্ষক" নামে একটা স্পেল চেকার তৈরী করেছিলাম। যা অনেকের কাছেই ভাল লেগেছিল। চাকরীর ব্যাস্ততার কারণে ওটাতে আর হাত দেওয়া হয়নি। অনেক দিন পর কিছু পরিবর্তন আনলাম "বাংলা বানান পরীক্ষক" এ। এর মধ্যে প্রধান পরিবর্তন হল এখন থেকে বিজয়, ইউনিজয়, সামহোয়্যার-ইন ফোনেটিক ও অভ্র ফোনেটিক যে কোন কিবোর্ড লেআউট ব্যবহার করে আপনারা বাংলা বানান চেক করতে পারবেন।
ডাউনলোড করুন এই লিংক থেকে।
২| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪২
পথিক!!!!!!! বলেছেন: good ...
৩| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪২
হাসান বিপুল বলেছেন: টেকনিকাল বিষয় আমি ভালো বুঝি না। তবে এ বিষয়ে কাজ হচ্ছে সেটাই বড় কথা। প্লাস।
৪| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৭
অক্ষর বলেছেন: চুরি হউয়ার আরো আগে দেওয়া উচিত ছিলো
৫| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৮
মিলটন বলেছেন: ভালো একটি জিনিস, প্রয়োজনীয়। ধন্যবাদ
আপনার প্রোফাইলের ছবিটা একটু ছোট করে তাহলে মনে হয় আর বাহিরে বের হবে না।
৬| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৯
হাসিব মাহমুদ বলেছেন:
ধন্যবাদ
আপনার ডিকশনারি ফাইলটা কতটুকু পরিপূর্ন ? এটা কি কোন নির্দিষ্ট ডিকশনারির কপি নাকি কোন ডিকশনারি থেকে নির্বাচিত শব্দগুলোর কালেকশন ?
যদি পরিপূর্ন না হয় তবে ডিকশনারি আপডেট করতে কি করতে হবে ? ডিকশোনারি.টেক্সট ফাইলে শব্দ যোগ করলেই হবে ? হলে সেটা যোগ করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে ?
নোট - লিনাক্স ইএক্সই ফাইল চালাতে ওয়াইনের দারস্থ হতে হলো । একটা জিপ ফাইল দিলে সুবিধা মনে হয় । সেটার ভেতরে একটা রিডমিতে কোথায় ফোল্ডারটা আনজিপ করতে হবে সেটা বলে দিলেই হয় ।
৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৩
jewelosman বলেছেন: প্রাথমিকভাবে শব্দগুলো বিজয় অভিধান থেকে নেওয়া..আমি নিজে ও অনেকগুলো যুক্ত করেছি.. ডিকশনারিটা আপডেট করা খুবই সোজা... ডিকশনারি.টেক্সট ফাইলে শব্দ যোগ করলেই হবে..দুই শব্দের মাঝে "," হবে..তবে একটা ব্যাকআপ রেখে করবেন.. কারণ অনেক সময় সেভ করতে গিয়ে করাপ্ট হয়ে যায়..জিপ ফাইল শীঘ্রই দিচ্ছি...যেকোন ড্রাইভে আনজিপ করে Run_BnSpell রান করলেই হবে..
৭| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫১
নিরক্ষর বলেছেন: ভাল লাগল।
৮| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫২
আবু সালেহ বলেছেন:
ভালো জিনিস...পরে ডাউনলোড করব...
৯| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০২
রেজওয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনার টুলটির অনলাইন ভার্সনটিকে আমরা গ্লোবাল ভয়েসেসে বাংলার রেকমেন্ডেড টুল হিসেবে রেখেছি
http://bn.globalvoicesonline.org/
কিন্তু সেই লিন্কটি এখন অকার্যকর। আপনি কি অনলাইনে এক্সেসের জন্যে এটিকে কোথাও হোস্ট করবেন? আমরা লিন্কটি আপডেট করে নেব।
বানান পরীক্ষকের একটি ফায়রফক্স প্লাগ ইন ছিল যেটি খুবই কাজের।
Click This Link
কিন্তু ফায়ারফক্সের ৩.০ ভার্সন আসার পরে সেটি কাজ করছে না। কোন ভাই/বোন কি আছেন যারা ফায়ারফক্সের এক্সটেনশনটি আবার কার্যকর করতে সাহায্য করবেন? এতে সবারই উপকার হতো।
৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৮
jewelosman বলেছেন: dictionary ফাইলটা ১ মেগার কাছাকাছি এবং প্রতিবার পেজ ওপেন হবার সময় লোড হয়। তাই ফ্রি হোস্টিং সাইটগুলোতে দিতে পারছিনা।
১০| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩১
আলমগীর কুমকুম বলেছেন: জিনিষটা ভালো কিন্তু কোন কামে আসবে বলে মনে হচ্ছে না। একটা একটা করে ওয়ার্ড চেক করার টাইম কই। ... পারলে একটা প্লাগইন ছাড়েন।
১১| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬
শুন্য মনির বলেছেন: কি বলব!সবাই বলেছে ভাল তাই আমিও না বলে পারলাম না।সত্যি .......
১২| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫১
প্রচেত্য বলেছেন: ধন্যবাদ
খুবই উপকারী টুল
১৩| ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৬
রোবোকপ বলেছেন: লেখক বলেছেন: dictionary ফাইলটা ১ মেগার কাছাকাছি এবং প্রতিবার পেজ ওপেন হবার সময় লোড হয়। তাই ফ্রি হোস্টিং সাইটগুলোতে দিতে পারছিনা।
আপনার কোন গুগল অ্যাকাউন্ট থাকলে, দেখেন, গুগলপেজেস এ কিছু ফাইল সেভ করতে দেয়। সেখানে খুব সহজেই ১০ মেগার নিচে ফাইল রাখা যায়। googlepages
১৪| ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৪
অনার্য তাপস বলেছেন: নিশ্চিতভাবেই ভালো কাজ।
১৫| ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০
নিরক্ষর বলেছেন: ডাউনলোড করেছি বাট ফাইল করাপটেড বলতেছে!! নতুন ফ্রেশ কপি লাগবে।
১৬| ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩১
সুন্দর সমর বলেছেন: আপনাকে ১০১টা ধন্যবাদ। আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় স্বয়ংক্রিয় ভাবে বানান পরীক্ষার কাজটি আপনার এই যন্ত্রের মাধ্যমে কি সম্ভব? অর্থাৎ ওয়ার্ডের ইংরেজী স্পেল চেকার যে ভাবে কাজ করে সে ভাবে কি এটাকে দিয়ে কাজ করান সম্ভব? দ্বিতীয়ত অভিধানে কি ব্যবহারকারী ইচ্ছা করলে শব্দ যোগ করতে পারবে?
১৭| ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩২
সুন্দর সমর বলেছেন: ভাই নিরক্ষর ও সমস্যা প্রথমবার আমারও হয়েছে। আবার ডাউনলোড করতেই অসুখ সেরে গেছে।
১৮| ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৭
jewelosman বলেছেন: এই স্পেল চেকারটার কোন প্রোগ্রামের সাথে কাজ করবে না...এটা সতন্ত্র একটা চেকার...বাংলাতে লিখতে গিয়ে হটাৎ মনে হল এই শব্দটাতে কি “ি” হবে নাকি “ী” হবে, “স” হবে নাকি “ষ” হবে..তখন আপনি এটার সাহায্যে সহজেই বানানটা চেক করে নিতে পারবেন...
১৯| ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
সুন্দর সমর বলেছেন: এই অনবদ্য প্রোগ্রামটাকে একটু রদ-বদল করে, প্রয়োজনীয় সংযোজ-বিয়োজন সেরে ওয়ার্ডের সাথে কাজ করার উপযোগী করা যায় কিনা? মানে কমপিউটার বিষয়ক জিনিসে যে আমি বিদ্যার জাহাজ তা প্রশ্নেই বুঝতে পারছেন। তাই বিরক্ত হবেন না। দুই নম্বর হল, ব্যবহারকারী অভিধানকে সমৃদ্ধ করা মানে শব্দ যোগ করতে পারবে কিনা সে ব্যাপারে কিছু বলেননি। মানে এক ক্ষেত্রে মৌনতা অসম্মতির লক্ষণ হিসেবে ধরে নিচ্ছি। যদি তাই হয় তবে সে গুণটিও আপনার বানান পরীক্ষকে যোগ করার অনুরোধ করব।
৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৪
jewelosman বলেছেন: শব্দ যোগ করার ব্যাপারটা নিয়ে "হাসিব মাহমুদ" এর মন্তব্যে উত্তর দিয়েছি...
২০| ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
সুন্দর সমর বলেছেন: এক ক্ষেত্রে= এ ক্ষেত্রে
২১| ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৩
একরামুল হক শামীম বলেছেন: দারুন।
২২| ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩
সজল বলছি বলেছেন: লোড কইরা লই। মন্তব্য পরে দিমুনে...
২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
আব্দুলকুদ্দুসমদন বলেছেন: মানুষ কত কি জানেরে....
২৪| ২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০২
শিকদার মুহাম্মদ ইউসুফ বলেছেন: ডাউনলোড করতে পারছি না
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪১
রোবোকপ বলেছেন:
ভাল্লাগলো। অন্য লোকে চুরি করে নিয়ে যাওয়ার আগে নিজেই প্রচার করা উচিত।