![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান নামক ধর্ম ভিত্তিক কট্টর চেতনার একটা দেশকে আমরা পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। স্বাধীনতা রক্ষার যুদ্ধ বলেন আর উপমহাদেশের আরেক কট্টর ধর্মীয় রাষ্ট্রই বলেন সাধারন বিষয় হল ১৬ ডিসেম্বরের সাথে সাথে এই বাংলার নতুন যুদ্ধ শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধের পর এদেশে ব্যাপক লুটতরাজ করা ইন্ডিয়ান আর্মি পাকিদের ফেলে যাওয়া সকল যুদ্ধাস্ত্র ও বাহন ইন্ডিয়ায় পাচর করে দিয়েছে। এমনকি সেসময় টয়লেটের কমোড পর্যন্ত খুলে ইন্ডিয়ায় পাচার করা হয়।
মুক্তিযুদ্ধের হত্যাকারী নতুন শত্রু রাষ্ট্র ইন্ডিয়ার প্রকাশ্য আবির্ভাব ঘটে ১৬ ডিসেম্বর থেকে। এমনকি মুক্তিযুদ্ধকেই ভারতের যুদ্ধ বলে চালিয়ে দিতে ততপর হয় তারা। সে জন্য আত্মসমর্পনের অনুষ্ঠানে যোগ দিতে আসা ওসমানিকে পথে বাধা দেয়া হয়। রহস্যজনক করে উপস্থাপন করা সেই ঘটনা খুবই পরিস্কার। আজ গুন্ডের গুন্ডামি দেখে যারা প্রতিবাদ করছেন তাদের জান্য আরেকটি প্রশস্ত চিন্তার দাবি থেকেই যায়। গুন্ডের জন্মদাতা বাপ 'বড়া গুন্ডে' অরোরা নিজেই স্বাক্ষাৎকার দিয়ে জানাচ্ছেন এই আত্মসমর্পনে তৃতীয় চেয়ার থাকার কোন প্রশ্নই ওঠেনা!
এটা একান্ত ভারত আর পাকিদের লীলাখেলা!!!
এইসব সামরাজ্যবাদীদের মুখ বরাবর মুক্তি সংগ্রামীর কর্মঠ লাথি মারি।
আজ বিজয় দিবসকে ভিজয় দিবস বানিয়ে উগ্র ধর্মভিত্তিক ভারত শাসক বিজেপি প্রকাশ্য উচ্চারন করছে। ভারত সরকার একে পাকিস্তানের সাথে ভারতের জয় বলে প্রচার করছে।
হ্যাঁরে ইন্ডিয়ান চাটারের দল!
তোরা কবে মানুষ হবি?
মুক্তিযুদ্ধ বাংলাদেশের কপিরাইট।
এটা চুরি না করে সভ্য হতে তোদের কতদিন লাগবে?
আজ বাংলাদেশের পতাকা নিয়ে দুই উগ্রধর্মান্ধ সাম্রাজ্যবাদী গোষ্ঠী টানাতানি করছে। নতুন যুদ্ধ মনোযোগ দিয়ে কর মুক্তিফৌজ!
নয়তো এমন সময় আসতে পারে, আরেক সামরাজ্যবাদি এসে নতুন মুক্তি সংগ্রামের কপিরাইট দাবি করার 'মওকা' পেয়ে যেতে পারে।
মুক্তিযুদ্ধের পরপর নতুন যুদ্ধের সেক্টর কমান্ডার ও চীফ মেজর জলিলকে জানুন! মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হয়েও যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী হতে বাধ্য হয়েছিলেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৮
পানিখোর বলেছেন: হু
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
মুদ্দাকির বলেছেন: ভাকু ভাদারা মাইন্ড করবে!!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯
পানিখোর বলেছেন: হেগোরে ভারত পাঠাই দেয়া লাগে তাইলে!
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
ঢাকাবাসী বলেছেন: আরি করসেন কি, গারে তো একটাই মাতা!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯
পানিখোর বলেছেন: হ
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫
রাজীব বলেছেন: ফলাফল একটাই
পাকিস্তানের পরাজয়
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২০
পানিখোর বলেছেন: বাংলাদেশের জয়-পরাজয়ের হিসাব করেন মিয়া! দালালী করে নিজের মাকেই তুলে দিচ্ছেন তো! আজিব চিজ! চিজটা ভারতীয় হলে ঠিকই আছে।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬
উচ্ছল বলেছেন: পানিখোর লিখেছে দেশখোর -এর কাহিনী।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১
পানিখোর বলেছেন: ওকে
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
শামিম ভাই বলেছেন: ভারত মাতা নিয়ে কিছু বললে মেনে নেওয়া হপেনা।