নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পানি শুধুই পানি

পানিখোর

পানি পানি পানি পানি পানি

পানিখোর › বিস্তারিত পোস্টঃ

হিজাবের তান্ডব যেভাবে চেতনার আঘাত।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪



হিজাবের তান্ডব দেখে সুশীল লোকজন বাংলাদেশ থেকে স্বেচ্ছায় নিজেদের কবর সরায় নিচ্ছেন। আহারে কী দুঃখ!!! একসময় জানতাম মৌলবাদীদের কবর বাংলার মাটিতে হবেনা। এমনকি প্রগতীশীল মৌলবাদীদের লাশও শহীদ মিনারে উঠতে দেয়া হয়নাই...

অথচ সেই শহীদ মিনারেও একদল হিজাবধারী তরুনী তাদের দখলস্বত্ব প্রতীষ্ঠা করে ফেলল! সে দখলের চোটে নাস্তিক-ভাদারা এখন নিজেদের লাশের ভাগ্যেও বিদেশের মাটি দেখছে!

হায়রে চেতনা! হায়রে মুক্তিযুদ্ধ!
তোমাকে রকমারী নখরে খাবলে খুটে শেষ করে দিচ্ছে একশ্রেণীর নাস্তিক গোষ্ঠী!

শহীদ মিনারে জুতা পায়ে উঠলেও সমস্যা ছিলোনা, কিন্তু মাথায় হিজাব উঠবে ক্যান?! কৈ শহীদ মিনারে জুতা পায়ে উঠে প্রেম-পিরিতি করলে কেউ কিছুই তো বলেনা!
কুত্তার গায়ে দেশের পতাকা উঠলে সংস্কৃতির বিশাল নেত্রী, কিন্তু সেটা জায়নামাজ হবে কেন?

এখনকার নাস্তিক গুলো শামসুর রাহমানের চেয়েও মূর্খ! শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি' এ যুগে রাজাকারের কাতারে পড়ল। হিন্দু এসকে সিনহাও রাজাকার!
অন্যদিকে সিদূর পড়ে মন্দিরে ঘুরে আমেরিকার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভানেত্রী লুতফন্ নাহার (লতা)-রা লজ্জায় মারা যাচ্ছেন।

এই চাইলে ডাইলে খিচুড়ীর চেতনা শুধু ইসলামের ব্যাপারে এসেই প্যাঁচ খায়!

চ্যেতনার ধারাবাহিকতা চিন্তা করলে আঁতকে উঠতে হয়! মনে হচ্ছে, গুরুদের পথ ধরে ভবিষ্যতে এই নাস্তিকগুলোও 'রাজাকার' হবে।
তখন স্পষ্ট করে জয় মা কালী, জয় মা দুজ্ঞা কিংবা জয় হিন্দুস্তান না বলার জন্য এদেরকেও 'রাজাকার' ডাকবে পরবর্তী নাস্তিকরা!

দেশ ও ধর্ম আসলেই কঠিন এক চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে! সময় গেলে সাধন হবেনা।

উল্লেখ্ করে লাভ নাই, আজ শাহজালালের বাংলাদেশে সব নাস্তিকই আওয়ামীলীগের ঘরে আশ্রয় নিয়ে বেড়ে রুস্ট-পুষ্ট হচ্ছে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


বকবক, লকডক

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

পানিখোর বলেছেন: অতীতে পাঞ্জাবী-টুপি পড়ে এইসব দূর্ভেদ্য গাল দেয়া লোকেরা এখন কবরে। এরা জাতির কতবড় শত্রুতা করে গেছে তা এখন বুঝা যাচ্ছে।

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০

আরণ্যক রাখাল বলেছেন: জামাতের পুটু চেটে চেটে বিরক্তি লেগেছে বলেই বোধহয় একঘেয়েমি কাঁটাতে ব্লগে আসছিস রে ছাগলা

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

পানিখোর বলেছেন: রাখাল দাদা@ এবার একটু ভদ্র হননা! এর কতদিন উদ্ভ্রান্ত বাক্য চর্চা করবেন শুনি?

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩০

কাউন্টার নিশাচর বলেছেন: অসাধারণ লেখা

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮

পানিখোর বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪

কোলড বলেছেন: I wouldn't have known Lata had you not mentioned here. She looks much old! Last I met her was in 2002 in New York and at that time her conduct was unbecoming of a lady to put it mildly.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.