![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোট কেন্দ্রের ভেতর একটা বাচ্চা ভোট দিয়ে এগিয়ে আসছে।
অপেক্ষমান সাংবাদিক মাইকি এগিয়ে দিয়ে প্রশ্ন করলেন- কয়টা ভোট দিয়েছ?
চার বছরের বাচ্চাটা বলল- তিনটাহ।
কোন মার্কায়?
সে বলল- ঘুড্ডি মার্কায়।
এবার সাংবাদিক উতসাহ দিয়ে বললেন- বাহ হাতে আবার কালিও লাগিয়েছ? ভালো।
পাশ থেকে বাবা শিখিয়ে দিলেন সাংবাদিক আংকেলকে ধন্যবাদ বলো।
চার বছরের শিশুটি বলল- ধন্যবাদ
যারাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে ইচ্ছুক তারাই লীগের সাথে যুক্ত হতে পারে। এক্ষেত্রে কোন শিশু যদি আগ্রহী হয় কিংবা তার বাবা-মা তাকে আগ্রহী করে তুলতে চায় তাহলে যে সংগঠনে যুক্ত হবার ব্যবস্থা রয়েছে সেটাই শিশুলীগ। বিষয়টা যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার সাথে আওয়ামী সূত্রে জড়িত, সেহেতু একে শিশুর রাজনৈতিক ব্যবহার বলে কটুক্তি করা হলে রাষ্ট্রদ্রোহ কিংবা মানবতা বিরোধী অপরাধের মামলা হতে পারে। তাই মতামত প্রদানে সাবধানতা অবলম্বন করুন।
০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
পানিখোর বলেছেন:
২| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
নাঈম রেজা বলেছেন: নিস্তব্দ পুথিবী, যেমন কর্ম তেমন ফল
০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
পানিখোর বলেছেন:
৩| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
obostha emon daraise j cLass 3 e pora bacca bodami kortese dekhe thappor deyar age 2min vabavabi kora Lage!
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৪১
গেম চেঞ্জার বলেছেন: কুনু মতামত নাই।