![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বে ৭০০ কোটি মানুষ। খুব স্বাভাবিকভাবেই তাদের চিন্তাধারায় থাকবে বৈচিত্র্য। তবে সেই বিচিত্র চিন্তাধারা যদি একটু বেশিই বিচিত্র হয়, তবে তা হয় খবরের শিরোনাম। সে রকমই একটি ঘটনা ঘটেছে ইরাকে। অবশ্য, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা অসংখ্য বার ঘটেছে। তাই এটা নতুন নয়। ১৬ সন্তানের জনক ৯২ বছর বয়সী এক কৃষক মুসালি মোহাম্মদ আল-মুজামাই বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। বর-কনে ইরাকের গুব্বান গ্রামের বাসিন্দা। কনের নাম মুখলিফ আল-জুবুরি। গত বৃহস্পতিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা বেশ ঘটা করেই সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানটি চলে ৪ ঘণ্টা পর্যন্ত। স্থানীয় উপজাতি গোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন অসম এ বিয়েতে। উপজাতি রীতি মেনে সেখানে আয়োজন করা হয় গান-বাজনা ও নাচের অনুষ্ঠানের। এর সঙ্গে ছিল আকাশে বন্দুকের গুলি ছুড়ে উল্লাস প্রকাশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। বর মুজাইমাই বলছিলেন, বিয়ের পর নিজের বয়স ৯২ বছর নয় বরং ২০ বছর মনে হচ্ছে। মুজামাই দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। ৩ বছর আগে তার প্রথম স্ত্রীর মৃত্যু হয়। দীর্ঘ ৬০ বছর তিনি প্রথম স্ত্রীর সঙ্গে সংসার করেছেন। তাদের সে সংসারে রয়েছে ১৬টি সন্তান।
এখন আপনি বলুন কেন মেয়েটি বিয়ে করতে রাজী হলো ? এটাতো লুকানো ছাপানো বিয়ে নয় রীতিমতো হৈ হুল্লোড় করে বিয়ে । আর পুরুষদেরও কেন জানি রুচির বিকৃতি ঘটছে ।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২২
পানকৌড়ি বলেছেন: আসলে বিষয়টা অসামন্জস্যের । পোশাকে আসাকে বেশ ভাব আছে তাদের। ধন্যবাদ আপনাকে ।
২| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: মোহ !
৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪
দয়াল সাহেব বলেছেন: কে কিসে সন্তষ্টি আজকাল বোঝা মুসকিল ।
৪| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯
পরিযায়ী বলেছেন: বিয়ে করা রুচির বিকৃতি ক্যান বুঝলাম না। যদি সজ্ঞানে তারা বিয়া করে তাহলে আপনার প্রবলেম কোথায়? সেদিন জেনিফার লোপেয তার থেকে অনেক ছোট ১টা ছেলেকে বিয়ে করল, কই তারে নিয়া তো পোস্ট দেন না।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩
জেরিফ বিন্ আমির বলেছেন:
এটা তাদের ব্যাপার। কোন গ্রামের কোন ঊপজাতি কাকে বিয়ে করল আর তাতে আমাদের চুলকানি উঠে গেল।