নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাংখারাজা

নিজের সম্পর্কে বিশেষভাবে বলার মতো এখনো কিছু অর্জন করতে পারিনি। আর আমি মানুষ হিসেবে কেমন এটা চারপাশের মানুষরা মুল্যায়ন করবে। তবে এটুকু বলতে পারি দেশকে অনেক ভালোবাসি, দেশের মানুষকে অনেক ভালোবাসি।

পাংখারাজা › বিস্তারিত পোস্টঃ

ধনী-গরীব

১২ ই মার্চ, ২০১৫ ভোর ৫:০৯

এই জেনারেশনের অতি আধুনিক কিছু ধনীর দুলালেরা বাপ দাদার বয়সী রিক্সাওয়ালা, চা বিক্রেতা সহ গরীব মানুষকে তুই বলে সম্বোধন করে । নুন আনতে পান্তা ফুরানো সারা দিন-রাত খেটে খাওয়া এই মানুষগুলো এই অতি সভ্য (?) শ্রেনীর মানুষের কথায় কষ্ট পেলেও প্রতিবাদ করার সাহস পায়না, কেননা যাদের পরিবারের জন্যে দু-মুঠো ভাতের সংস্থান করতে ত্রাহি ত্রাহি অবস্থা তাদের অন্যের দেওয়া সম্মান অসম্মানের দিকে খেয়াল করার সময় নেই। এই গরীব মানুষগুলো সৎ পথে উপার্জন করে এটা ভেবেই তারা সম্মানিত হয়।

অন্যদিকে তথাকথিত ওই ভদ্র ছেলেরা যখন বড় হয়ে অফিস আদালতের কর্নধার হয় তখন মানুষ তাদেরকে লোকদেখানো সম্মান দিলেও মনে মনে তাদের আচরনের জন্যে ঠিকই গালি দেয়।

সৎ পথে উপার্জনকারী রিক্সাওয়ালা চা বিক্রেতারা বেঁচে থাকে মানুষের ভালোবাসা নিয়ে আর তথাকথিত ভদ্র লোকরা বেঁচে থাকে মানুষের ঘৃণা নিয়ে। এটাই গরীব রিক্সাওয়ালা ও অতি ভদ্র লোকদের মধ্যে পার্থক্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ ভোর ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংলার রাজা

২| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১৮

নিষ্‌কর্মা বলেছেন: অর্থবিত্তের মালিকেরা যে সভ্য হয়, তাই বা আপনাকে কে বলল? এতো বেশি আশা করবেন না অর্থ বিত্তের মালিকদের কাছ থেকে। আর তাদের সমাজের আদর্শ ভেবে তাদের অনুকরনও করবেন না। কেননা অর্থ বিত্তের সাথে শিক্ষা তাদের জীবনে বা তাদের পরিবারে আসে না। আসবেও না।

ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৪

পাংখারাজা বলেছেন: জনাব, ভালো করে খেয়াল করলে দেখবেন আমি সবার কথা বলিনি, কিছু মানুষের কথা বলেছি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.