নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পান্হপাদপ

পান্হপাদপ › বিস্তারিত পোস্টঃ

আমরা চিকনগুনিয়ান.....

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪

চিকনগুনিয়া নিয়ে আতঙ্কের কিছু নেই।প্যারাসিটামল খান।রেস্ট নিন,পানি খান ,সুস্থ হবেন বলা হলেও যারা আক্রান্ত হয়েছে তারা ছাড়া অন্য
কেউ বুঝতে পারছেন না এর ভয়াবহতা। আমার এক আত্মীয় ৪৫ দিন অতিবাহিত হলেও চলাফেরায় কস্ট,শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা কমছে না।জরুরী ব্যবস্থা না নিলে পঙ্গু চিকনগুনিয়ান জাতিতে পরিনত হতে সময় লাগবে না ।আজকের যুগান্তর কিছুটা তুলে ধরেছে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

নীল আকাশ ২০১৬ বলেছেন: আওয়ামী লীগের সাফল্য কেবলমাত্র যুদ্ধাপরাধীদের বিচারে আর ক্ষমতায় টিকে থাকায়। দেশ চালানোর প্রতিটি ক্ষেত্রে তাদের ব্যর্থতা চিকুনগুনিয়ার চেয়েও ভয়াবহ!

২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

নাঈমুর রহমান আকাশ বলেছেন: আমার ভাগ্য ভালো যে হয়নি। দোয়া করি আল্লাহ সবাইকে বাঁচায়ে রাখুন।

৩| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২১

ভিটামিন সি বলেছেন: এটা এমন এক ভাইরাস, যাকে ধরে তার ফ্যামিলিকে গুড়া গুড়া করে ছাড়ে। চিকনগুনিয়ার আতক্রমণ বেশি হচ্ছে ব্যাংকারদের উপর। আমার অধিকাংশ কলিগরাই আহত হয়েছে এর করাল ধাবায়। আমি নিজে অবশ্য আহত হই নাই। আমার ডান এবং বাম পাশের টেবিলের দুই আপা মাত্র উঠে এসেছেন।
আমার বড় আপার ফ্যামিলি শুয়ে আছে ১৫ দিন যাবত।

৪| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

পান্হপাদপ বলেছেন: বড় ভয়ের মধ্যে আছি ।কবে যে আক্রান্ত হই।প্রতিরোধ এর উপায় কই জানা আছে কারো। দয়া করে জানান।

৫| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৪

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: চিকনগুনিয়া অবহেলার জিনিস নয় বিপদজনক রোগ (যদিও তাহা একপ্রকার জ্বর)।

৬| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

কলাবাগান১ বলেছেন: রাজাকারদের বিচারে বড়ই হতাশ নীল আকাশ ২০১৬

৭| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

মেমননীয় বলেছেন: সাফল্য ব্যর্থতা কচকচানির চেয়ে আমার জয়েন্ট ব্যথার কষ্ট আমার জন্য বেশী গুরুত্বপূর্ণ।

যার কষ্ট সেই বুঝে, অন্যরা (যারা সুস্থ ও বিদেশে থাকে) মজা লয়!

৮| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ এই রোগ দুষ্টলোকদের দাও। ভালো মানুষকে দিও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.