![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে নেতা আর ভিআইপি বেড়ে গেছে । কেউ আর কর্মী থাকতে চায় না । অনুস্ঠান হলে সবাই মঞ্চে বসতে চায় । মঞ্চ ভেঙ্গে পড়ুক আপত্তি নাই ।আমার মঞ্চে ওঠা চাই । মঞ্চের সামনে বসার মত কোনো নেতা এখন পাওয়া যায় না । সবাই মঞ্চে ওঠবে , অতিথি হবে ,ফুল দিয়ে বরণ করতে হবে , ফুল ছিটাতে হবে , অতিথির আসার দুপথ ছাত্র ছাত্রী বা সুন্দরী নারী দাড় করিয়ে রাখতে হবে , বক্তৃতা করবে , মাইক পেলে ছাড়বে না , ব্যানারে , কার্ডে নাম ছাপাতে হবে । না হলে অনুস্ঠান পন্ড করীর নজীরও আছে ।
আজ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর মেয়র মহোদয় মঞ্চ ভেঙ্গে পড়ে গিয়ে ব্যাথা না পেলেও অনুস্ঠানটির সৌন্দর্য নস্ট হয়েছে ।
আসুন মঞ্চে সভাপতি , প্রধান অতিথি এবং সর্বোচ্চ দু একজন বিশেষ অতিথি রাখা যায় । বাকী সবাই শ্রোতার আসনে বসতে পারে ।
আর হতে পারে মঞ্চে একটি রোস্ট্রাম থাকবে , সবাই গিয়ে বক্তৃতা করে নিজ আসনে এসে বসবে ।
আজ পোস্টগুলোয় সব জ্ঞান দেয়া হচ্ছে আমার ।
০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫
পান্হপাদপ বলেছেন: ঠিক বলেছেন ভাই
২| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
ছাগলগুলো কিসের উপর বক্তব্য রাখে?
০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫
পান্হপাদপ বলেছেন: জানি না ভাই | তবে আজকাল বক্তব্যের সাথে কথা ওযকাজের মিল খুজে পাওয়া যায় না
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: যে দেশে সবাই নেতা সাজে ও সাজতে চায় সেই দেশ উন্নতি করবে কি ভাবে,
আবার যারা নেতা তাদের কাছ থেকেও কিছু শিক্ষার নাই,
কারণ তারা নিজেদের নিয়েই বিজি থাকে
আপনার কথার সাথে সহমত।
সেই সাথে আমার ব্লগে আপনকে নিমন্ত্রণ
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাস্তুক চিত্র। এজন্যই সাধারণ মানুষ রাজনীতি, নেতা নেতৃত্ব এসব আর কানে তুলতে চায় না।