![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বামীদের উপর স্ত্রীদের এরকম নির্যাতন মেনে নেয়া যায় না ।
পুরুষ নির্যাতন আইনের পক্ষে ছিলাম না এতদিন ।এখন পুরুষ যদি নিজ ভূমে পরবাসী হয় ।তাহলে ত অনেক খারাপ কথা ।আমি সব নারীদের কথা বলছি না।কিছু নারী আসলে খারাপ ।তাই পুরুষ নির্যাতন আইন করা মনে হয় দরকার হয়ে পরেছে।
ঘটনাটি ভারতের শিলিগুড়ি তে ।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২০
পান্হপাদপ বলেছেন: ভাইয়া বেচারা যাবে কই ।ঠিক বলেছেন
২| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: এই প্রথা শিলিগুড়ি (ভারত) থেকে বাংলাদেশ আসতে কতক্ষণ!!!
আহারে বেচারা।।
ভাগ্যিস আমার বউ নাই।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২১
পান্হপাদপ বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া ।আসতে পারে ।ভাগ্য এখন পর্যন্ত ভালো আপনার ।বউ এর ঝাড়ি যে কিন জিনিষ !!!!
৩| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দঃখজনক ঘটনা।
বাংলাদেশেও এমন অনেক পরিবার আছে, যেখানে স্বামীরা স্ত্রীদের কাছে জিম্মি। তারা না পারে সইতে, লজ্জায় না পারে কাউকে বলতে।।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
পান্হপাদপ বলেছেন: ভাইয়া ঠিক বলেছেন ।পুরুষ মানুষ এগুলো বাইরে বলতে পারেনা ।মান সন্মান এর ভয়ে ।
৪| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩
রাফা বলেছেন: ভারতের জন্য এটা কোন ব্যাপার না।ভারতে মেয়েরাই বেশি উপার্জন করে ও সংসার চালায়।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮
পান্হপাদপ বলেছেন: আপনার প্রতি সন্মান রেখে বলছি ।শুধু উপার্জন করলে বা সংসার চালালে কি জীবনসঙ্গী বা সঙ্গীনি কে ঘর থেকে বের করে দেয়া যায় ।
৫| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা, বৌ কি অনশন করিয়েছে সাধে দেখেন যেয়ে এর মধ্যে জেলাপীর পেচ তো আছেই । সেইটা আগে অভিযান করে বের করে দেখেন এর মধ্যে কি ঘাবলা আছে।
আর হ্যা একটা দু’টা পুরুষ নির্যাতন দেখে এতো ঘাবরে যান ক্যান আরো হতে দেন না ভাইয়ারা। তারপর না হয় আইনি লড়াই লইড়েন।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬
পান্হপাদপ বলেছেন: ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য এর জন্য ।ঘাপলা থাকতে পারে ।কিন্তু বাসা বা ঘর থেকে বের করে দেয়া ক্যামন হয়ে গেল।
আমারা চাই কেউ কাউকে নির্যাতন না করি ।পরস্পর শ্রদ্ধা সন্মান থাকা উচিত ।বাংলাদেশে না হোক এরকম ঘটনা ।
৬| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন ঘরে ঘরে ঢুকতে দিচ্ছে না সেটা তো জানা গেল না।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭
পান্হপাদপ বলেছেন: বেচারার বউ বলতে রাজী হন নি ভাইয়া ।
৭| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪০
কামরুননাহার কলি বলেছেন: বাংলাদেশে পুরুষ নির্যাতন বন্ধ হলে সব নির্যাতন বন্ধ হবে ভাইয়া। পুরুষ নির্যাতন তো দিনে দিনে আরো বেরে যাচ্ছে। এরা পরুষ থেকে হয়ে যাচ্ছে পশু।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮
পান্হপাদপ বলেছেন: ধন্যবাদ ।যেসব পুরুষ নারী নির্যাতন করে তারা কাপুরুষ আসলে ।আর ইভটিজিং বন্ধ হোক ।আমাদের কন্যা ,জায়া ,জননীদের পথ চলা নিরাপদ করতে সবাইকে সাহসী ভূমিকা নিতে হবে ।
৮| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: বাহ !!!
৯| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: (অফটপিক)
শাহরিয়ার কবীরকে মন্তব্য করতে পারছি না। তার নতুন প্রোপিকটা দারুন হয়েছে। আমার হয়ে তাকে একটা থ্যাঙ্কু বলেন।।
১০| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮
কানিজ রিনা বলেছেন: হা হা হা নারীরাও পুরুষ নির্যাতন করা শুরু
করেছে। তবে তো বলতে হয় নারীর উন্নতি
হচ্ছে। পুরুষরা নারীর অনেজ্য কাজ কি
মেনে নেয়? তাহলে নারীরা মানবে কেন?
পুরুষরা বাইড়ে অনেক অনেক অন্যায় করলেও
স্ত্রী ঘরে ঢুকায়। কিন্তু নারী ঘরের বাইড়ে
কোনও অন্যায় করলে কি পুরুষ ঘরে ঢুকতে
দেবে? এই ধরুন আমার স্বামী ঘরের বাহিরে
অনেক অনেক অন্যায় করেছে যেমন মদ
খাওয়া অন্যনারীর প্রিতি,অধিক রাত্রে ঘরে
ফেরা। দুই যুগ পার করেছি লোকটা ভাল
হবে। কিন্তু হয় নাই বরঞ্চ দিন দিন আরও
বেড়েছে। প্রতিবাদ করলে নির্মমতা নেমে
এসেছে। মাঝে মাঝে লোকটাকে ঘরে ঢুকতে
দিতাম না। অধিক রাতে ঘরে এসে মাতলামী
করত ঘরের জিনিস পত্র ভাঙাচোরা বাধাত দিলে
সন্তানদের সহ নির্যাতন করত। তার কথা হোল
খাওয়া পড়া পেতে হলে এইগুল মেনে নিতেই
হবে। তো এখন লোকটা দুরে থাকে ছেলে
মেয়ে বাবার অসংলগ্ন জীবন পছন্দ করেনা।
যদিও স্বামীর এসব অনেক নারীরা সয্য করে
অসহায় বেকার নারীরা সম্মানের ভয়ে সকল
অপকর্ম লুকায়ে রাখে।
তবে আমি বলব এমন স্বামীর সাথে না থেকে
আগেই পথ বেছে নেওয়া উচিৎ। তথাপি
অনেক সেচ্ছাচারী নারী আছে যারা অযথা
পুরুষের সাথে সেচ্ছাচারীতা করে তবে সংখ্যায়
নগন্য। সেখেত্রে পুরুষা সংখ্যায় অনেক বেশী
সেচ্ছাচারী। ভারতে কেন আমাদের দেশেও
শহর গ্রামে এসব ঘটে। আমি একবার রাত
সারে এগারোটায় গাছের পাঁকা তাল কুড়াতে
উঠে দেখি আমার পরিচিত এক ভাইয়ের ছেলে
আমাদের পুুকুর ঘাটে বসে আছে, বললাম
কিরে তুই এত রাতে এখানে বসে আছিস
বললো ফুপু মাকে কয়টা টাকা গোপনে
দিয়েছি তবুও তোমার বৌমা জেনে ফেলেছে
তাই আমাকে আজ ঘরে ঢুকতে দেয় নাই।
এই রকম নারীরা আজকাল ঘরে ঘরে
বিরাজ করে। তাদের জন্য ধীক্কার। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪
চাঁদগাজী বলেছেন:
অনশন করে ঘরে গেলো, তারপর? একে তো কমপক্ষে আরেকবার অনশন করতে হবে, আমার মনে হচ্ছে!