নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিজেকে বৃত্তের বাইরে কেউ মনে করি না, কারন আমি বিশ্বাস করি যে আমার চারপাশে কোন বৃত্ত নেই।

পাপেল মাহমুদ (কিশোর)

পরিচিত হওয়ার মতো কোন পরিচয় এখনো নেই আমার ঝুলিতে, তাই পরিচয় পর্বটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত।

পাপেল মাহমুদ (কিশোর) › বিস্তারিত পোস্টঃ

মোঃ পাপেল মাহমুদের কিছু ফ্লাস ফিকশন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

১। আপনাকে ধন্যবাদ জনাব পাপেল মাহমুদ আপনার ইনফরমেশন ঠিক ছিলো, সত্যিই খুনিটা ভবিষ্যতে পালিয়ে গিয়েছিলো । আর আপনার ইফরমেশনের কারনেই আমরা তাকে ধরতে সমর্থ্য হয়েছি ।

২। ধাক্কা খেয়ে নিচে পড়তে পড়তে ছাদে তাকিয়ে বাবু সেই ছেলেটিকে দেখতে পেল যাকে একটু আগে সে নিজ হাতে ধাক্কা দিয়ে দশ তলা ঐ বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দিয়েছিলো ।

৩। জটলা ঠেলে ভেতরে গিয়ে দেখতে পেলাম একটা লাশ উপুর হয়ে পরে আছে । কেউ একজন মুখটা ঘুড়িয়ে দিতেই একটা শক খেলাম, বিশ্বাস হচ্ছিলো না, আবার তাকালাম আর নিশ্চিত হলাম যে লাশটা আমার ।

৪। খুব ভালোবাসি ওকে- ওর রোগে ভোগা করুন মুখটা সহ্য করতে পারছিলাম না আমি, তাই অবশেষে ছুরিটা চালিয়ে দিলাম ওর গলায় ।

৫। পেটের ভেতর ইদুরটা এখনো দৌড়াচ্ছে । ধেত, ভেজেই খাওয়া উচিত ছিলো ।

৬। প্রতি সপ্তাহে নখ কাটা বড্ড বিরক্তিকর তাই আঙ্গুল গুলোই কেটে ফেল্লাম ।

৭। সুর্যে পা দিতেই অয়ন বুঝতে পারলো যে এটা মোটেও গরম নয় কারন তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছ । কিন্তু সুর্যের ভেতর থেকে কে যেন তাকে একটা প্রকান্ড লাথি মারলো । অয়ন নিজেকে তার ঘরের মেঝেতে আবিষ্কার করলো একপাশে ছোট বোন একটা বালতি হাতে নিয়ে হাসছে আর অন্যপাশে তার বড় ভাই এখনো রাগে ফুসছে । এমন সময় ঘড়িতে ১২ টার এলার্ম বাজতে লাগলো ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

অভ্রনীল হৃদয় বলেছেন: ফ্লাফিতে ভাল লাগা রইল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

পাপেল মাহমুদ (কিশোর) বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য। আমি নতুন, সহযোগীতা কামনা রইলো। @ অভ্রনীল হৃদয়

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

সুমন কর বলেছেন: ২, ৩, ৬ ভালো লাগল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

পাপেল মাহমুদ (কিশোর) বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো প্রচেষ্টা। ৬ নংটা বেশ ভালো লাগলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

পাপেল মাহমুদ (কিশোর) বলেছেন: আপনাদের ভালো লাগলেই আমি স্বার্থক।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: স্বার্থক না সার্থক :-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

পাপেল মাহমুদ (কিশোর) বলেছেন: দুঃখিত ভাই, ভূল ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে মাথায় রাখবো।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: 'ভূল' না 'ভুল' :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.